ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ মুক্তি পাচ্ছে কাল

প্রকাশিত: ০৪:১০, ১৮ আগস্ট ২০১৬

তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ মুক্তি পাচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ তৌকীর আহমেদ পরিচালিত, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে। এটি তৌকীর আহমেদ পরিচালিত চতুর্থ চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নিপুণ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন ও সায়েম। পরিচালনার পাশাপাশি ‘অজ্ঞাতনামা’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর আহমেদ। চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার অপরাহ্ণে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এক প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, এটি দেখার পর আপনারা বলবেন ইমপ্রেস টেলিফিল্ম আরও একটি সুন্দর চলচ্চিত্র উপহার দিয়েছে দর্শকদের। চলচ্চিত্রের পরিচালক তৌকীর আহমেদ বলেন, ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি আমার চতুর্থ নির্মাণ। আমার বিশ্বাস দর্শকদের একটি ভাল কাহিনীনির্ভর চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রের কলাকুশলীরা। চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন অমিত দেবনাথ, সঙ্গীত পরিচালনায় পিন্টু ঘোষ ও চিত্রগ্রহণ করেছেন এনামুল হক সোহেল। উল্লেখ্য, মুক্তির আগে কান চলচ্চিত্রে উৎসবের বাণিজ্যিক শাখায় অংশ নিয়ে আলোচনায় এসেছে চলচ্চিত্রটি। এছাড়া ইতালির গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অর্জন করেছে জুরি মেনশন এ্যাওয়ার্ড। ‘অজ্ঞাতনামা’ একযুগে মুক্তি পাচ্ছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, পূরবী (ময়মনসিংহ), মনিহার (যশোর) ও মাধবীসহ (মধুপুর) দেশের বিভিন্ন হলে। ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে- বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান জনশক্তি রফতানিকারক দেশ। বাংলাদেশের প্রায় এককোটি মানুষ ছড়িয়ে আছে সারা বিশ্বে। এর মধ্যে মধ্যপ্রাচ্য গমনে কাজের অস্বচ্ছতা, ব্যয়বহুল প্রক্রিয়া, গলাকাটা পাসপোর্ট, ভুয়া কাগজপত্র আর দালাল চক্রের দৌরাত্ম্যসহ নানা প্রতিকূলতায় পূর্ণ। মধ্যপ্রাচ্যে কাজ করতে যাওয়া এই জনগোষ্ঠীর জীবনযাত্রার মান নিয়েও আছে প্রশ্ন! স্বল্প বেতন, নেই সুচিকিৎসা, বিনোদন বা মানবাধিকারের সুরক্ষা। এইসব বঞ্চিত মানুষদের গল্পই- অজ্ঞাতনামা।
×