ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০৪, ১৮ আগস্ট ২০১৬

ব্লক মার্কেটে ৪ কোটি টাকা লেনদেন

মার্কেটে বুধবার তিন কোম্পানি ও দুই মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ২৮ লাখ ৮২ হাজার ৫৩৯টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৯৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ড ১১ লাখ ৯৪ হাজার ৪৭৪টি ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭০ লাখ ৪৭ হাজার টাকা। আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫০ লাখ টাকা। ব্র্যাক ব্যাংক ৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি টাকা। ব্লক মার্কেটে লেনদেন করা বিএসআরএম স্টিল ২৩ হাজার ৫৮২টি ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স এক লাখ ৬৪ হাজার ৪৮৩টি শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে মডার্ন ডাইংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোন কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার (১৭ আগস্ট) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই’র তদন্তের আলোকে মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিং কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, ৯ আগস্ট মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ের শেয়ার দর ছিল ১৩৮.৬ টাকা। এখান থেকে ৪ কার্যদিবসে ৬২ টাকা বা ৪৫ শতাংশ বেড়ে মঙ্গলবার লেনদেন শেষে ২০০.৬ টাকায় দাঁড়িয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×