ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমি নিরপরাধ ॥ বিচারের আগে রুসেফ

প্রকাশিত: ০৪:০২, ১৮ আগস্ট ২০১৬

আমি নিরপরাধ ॥ বিচারের আগে রুসেফ

ব্রাজিলের সাময়িকভাবে বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট দিলমা রুসেফ মঙ্গলবার স্বীকার করেছেন যে, তার কিছু ভুলত্রুটি থাকলেও তাকে অভিশংসন করার মতো কোন কাজ তিনি করেননি। তিনি জোর দিয়ে বলেন, তিনি নিরপরাধ। তার বিচার শুরুর মাত্র এক সপ্তাহ আগে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর এএফপির। রিওতে অলিম্পিক গেমস শেষ হওয়ার চার দিন পর ২৫ আগস্ট শুরু হতে যাওয়া সিনেটে রুসেফকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ২০১৪ সালে তার পুনঃনির্বাচনের সময় দেশের অর্থনৈতিক সমস্যা ধামাচাপা দিতে বাজেটে গরমিল দেখানোর জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। রুসেফকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। রুসেফের অভিশংসন সংক্রান্ত বিচার আসন্ন হওয়ায় ব্রাজিলের ফেডারেল সুপ্রীমকোর্ট মঙ্গলবার দিলমা রুসেফ এবং তার পূর্বসূরি লুইস ইনাসিও লুলা দা সিলভার ব্যাপারে তদন্ত শুরু করার অনুমোদন দিয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল সংস্থা পেট্রোবাসের ক্ষেত্রে দুর্নীতি তদন্তে বাধাদানের প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ব্রাজিলের জনগণের উদ্দেশে লেখা একটি চিঠি রুসেফ দেশের রাজনৈতিক সঙ্কট দূর করতে ব্রাজিলে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের পরামর্শের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। রাজধানী ব্রাসিলিয়ায় তিনি এ চিঠি পড়ে শোনান। রুসেফ বলেন, সিনেট তাকে অব্যাহতি দিলে তিনি আগাম নির্বাচন অনুষ্ঠানে আবারও গণভোট এবং নির্বাচন প্রক্রিয়ার ব্যাপক সংস্কারে সমর্থন দেবেন। ব্রাজিলের অধিকাংশ নাগরিক মনে করে দেশের বর্তমান নির্বাচন পদ্ধতি অকার্যকর। কৃষ্ণাঙ্গ হত্যার সাফাই গাইলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে এক কৃষ্ণাঙ্গকে হত্যায় পুলিশের প্রতি নিজের সমর্থন জানালেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রাথমিক প্রমাণ নির্দেশ করে যে, ওই কৃষ্ণাঙ্গের ওপর পুলিশের গুলি চালানো ন্যায়সঙ্গত ছিল। আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন তরুণ সিলভিল স্মিথের (২৩) পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় সেখানে শনিবার থেকে বিক্ষোভ চলছে। খবর বিবিসির। ট্রাম্প শহরের পুলিশের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার ফক্স নিউজকে বলেন, আমাদের আইন মান্য করতে হবে নতুবা আমরা রাষ্ট্রহীন হয়ে পড়ব। পুলিশ শনিবার বিকেলে স্মিথকে ধাওয়া করেছিল। একপর্যায়ে গুলি লেগে তার মৃত্যু হয়। মিলওয়াকির মেয়র টম ব্যারেট বলেছেন, স্মিথের হাতে অস্ত্র ছিল। পুলিশ সেটা নামিয়ে রাখতে বললেও তিনি কান দেননি। পুলিশের সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেন, পিস্তলটি ওই পুলিশ কর্মকর্তার মাথার দিকে তাক করা ছিল। হয়তো এটি দিয়ে গুলি করা হতো। এটা নিয়ে কে সমস্যায় পড়তে চায়? আর এ কারণে এই ঘটনা ঘটেছে। হয়তো এটা সত্য নয়।
×