ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে উধাও উত্তর কোরীয় কূটনীতিক

প্রকাশিত: ০৪:০২, ১৮ আগস্ট ২০১৬

যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে উধাও উত্তর কোরীয় কূটনীতিক

যুক্তরাজ্যে কর্মরত উত্তর কোরিয়ার এক কূটনীতিক পক্ষত্যাগ করে পরিবার নিয়ে পালিয়ে গেছেন বলে খবর এসেছে গণমাধ্যমে। থায়ে ইয়ং হো নামের ওই কূটনীতিক তৃতীয় কোন দেশে (দুই কোরিয়া ছাড়া) আশ্রয়ের আবেদন করেছেন বলে দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং ইবো জানিয়েছে। খবর বিবিসির। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর ও কোরিয়া দূতাবাসের কোন বক্তব্য পাওয়া যায়নি। কয়েক সপ্তাহ আগে থায়ে ইয়ং ও তার পরিবার পশ্চিম লন্ডনের বাড়ি থেকে উধাও হওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে খোঁজখবর করা হয়। কিন্তু তাদের হদিস মেলেনি। থায়ে ইয়ং যুক্তরাজ্যে উত্তর কোরীয় রাষ্ট্রদূতের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবার নিয়ে দশ বছর ধরে দেশটিতে বসবাস করা এ কূটনীতিকের দায়িত্ব ছিল ব্রিটিশদের কাছে উত্তর কোরিয়ার ভাবমূর্তির উন্নয়নে কাজ করা। তার মূল দায়িত্ব ছিল উত্তর কোরিয়া ও দেশটির বর্তমান শীর্ষ নেতা কিম জং উনের নামে মিথ্যা ও অপপ্রচারমূলক বিভ্রান্তি দূর করা। কূটনীতিক থায়ের পক্ষত্যাগ উত্তর কোরিয়ার ক্ষমতাসীনদের বিব্রত করবে বলে ধারণা করছেন লন্ডনভিত্তিক চ্যাথামহাউস থিংক ট্যাংকের এশিয়া বিষয়ক বিশ্লেষক নিলসন রাইট। ইজিয়ান সাগরে নৌকা স্পিডবোট সংঘর্ষে ৪ জনের মৃত্যু এথেন্সের কাছে ইজিয়ান সাগরে নৌকা ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষে চার ব্যক্তি মারা গেছেন। এদের মধ্যে নয় বছর বয়সী এক শিশুও রয়েছে। এই দুর্ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছেন বলে গ্রিক উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ইজিনা দ্বীপের কাছে পর্যটকদের বহনকারী একটি নৌকা ও একটি স্পিডবোটের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর বিবিসির। উপকূলরক্ষীদের পাশাপাশি বেসরকারী নৌকাগুলোও এ সময় উদ্ধার কাজে এগিয়ে আসে। প্রায় ২১ জনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। ইজিনার মেয়র দিমিত্রিস মৌর্তিজ জানিয়েছেন, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পর্যটকদের বহনকারী নৌকায় ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ওজন কমায় পানি দিনে একবার চিনিযুক্ত পানীয়র পরিবর্তে শুধু পানি পান ওজন কমায়। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ১৯ বছরের বেশি বয়সীদের ওপর করা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেল্থ ও নিউট্রিশন এক্সামিনেশনের জরিপে দেখা গেছে, দিনে একবার ২৩০ মিলি চিনিযুক্ত পানীয়র পরিবর্তে ২৩০ মিলি পানি পান করলে শরীরে কম ক্যালরি জমা হয় এবং স্থূলতার ঝুঁকি কমে। -ওয়েবসাইট প্রথম পিরামিড কাজাখস্তানে! পিরামিড মানেই মিসর। তবে পৃথিবীর প্রথম পিরামিড তৈরি করা হয়েছিল কাজাখস্তানে, মিসরের পিরামিড তৈরির এক হাজার বছর আগে। কাজাখস্তানের প্রত্যন্ত একটি এলাকায় মিলেছে পিরামিডের ধ্বংসাবশেষ। দেশটির পুরাতত্ত্ববিদ ভিক্টর নোভোজেনভ বলেছেন, প্রায় ৩ হাজার বছর আগে ব্রোঞ্জ যুগের শেষের দিকে স্থানীয় এক রাজার নির্দেশে তৈরি করা হয়েছিল এ পিরামিড। মিসরের মতোই একটার ওপর আরেকটি পাথর বসিয়ে তৈরি করা হয়েছিল এটি। -ডেইলি মেইল
×