ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরীয় শিশুদের স্কুলে পড়ার সুযোগ দিন ॥ জর্দানকে হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত: ০৪:০২, ১৮ আগস্ট ২০১৬

সিরীয় শিশুদের স্কুলে পড়ার সুযোগ দিন ॥ জর্দানকে হিউম্যান রাইটস ওয়াচ

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) হাজার হাজার সিরীয় শরণার্থী শিশুকে স্কুলে ভর্তি হওয়ার পথ সুগম করে দিতে জর্দানের প্রতি আহ্বান জানিয়েছে। দেশটিতে সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। এইচআরডব্লিউ জানায়, স্কুলে পড়ার মতো ৮০ হাজারেরও বেশি সিরীয় শিশু জর্দানে রয়েছে। তারা গত বছর আনুষ্ঠানিক শিক্ষা পায়নি। খবর এএফপি’র। ‘আমরা তাদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত’ শীর্ষক ৯৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রতিবন্ধকতা সিরীয় শিশুদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বীকৃত শরণার্থী শিবিরের বাইরে সিরিয়ার যে সমস্ত মানুষ বসবাস করে তাদের ‘সার্ভিস কার্ড’ দেয়া হয় না। আর এ কার্ডের অভাবে অনেকে সরকারী স্কুলগুলোতে ভর্তি হতে পারছে না। এইচআরডব্লিউ জানায়, প্রয়োজনীয় কাগজপত্রের অভাব বা মাপকাঠি পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে সিরিয়ার হাজার হাজার নাগরিক সার্ভিস কার্ড পাচ্ছে না। এছাড়া জর্দানের আইনে তিন বা এর বেশিদিনের স্টাডিগ্যাপ থাকলে স্কুলে ভর্তি হওয়া যায় না। এ কারণেও অনেকে স্কুলে ভর্তি হতে পারছে না। সংস্থাটি জানায়, সিরীয় শিশুদের স্কুল ছাড়ার বড় কারণ হলো দারিদ্র্য। কিছু পরিবার কোনরকমে পরিবহন খরচ মেটাতে পারে এবং অনেক শিশুকে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে জোরাজুরি করা হয়।
×