ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামপাল চুক্তি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের অবরোধ

প্রকাশিত: ০৮:৪৫, ১৭ আগস্ট ২০১৬

রামপাল চুক্তি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের অবরোধ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সংগঠনটি। এ সময় আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। এর আগে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে বের হলে চারুকলা ও জাতীয় জাদুঘরের সামনে দু’বার পুলিশী বাধার সম্মুখীন হয় মিছিলটি। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে প্রগতিশীল জোটের ছয় নেতাকর্মী আহত হন। আহতরা হলেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক গোবিন্দ দাস, নগর শাখার সদস্য অরূপ দাস শ্যাম, প্রগতি বর্মণ তমা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজির, ছাত্রফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেতা মশিউর রহমান ও হুসাইন আবেদিন। এদের মধ্যে গোবিন্দ দাসকে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা দেয়ার জন্য নেয়া হয়েছে। প্রতিবাদে আগামী ১৮ আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সংগঠনটি। এছাড়াও আগামী ২০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণের ঘোষণা দেয়া হয়।
×