ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সকল গণগ্রন্থাগার ডিজিটাল হচ্ছে

প্রকাশিত: ০৮:৪৫, ১৭ আগস্ট ২০১৬

সকল গণগ্রন্থাগার ডিজিটাল হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সকল গণগ্রন্থাগার ডিজিটাল করা হচ্ছে। প্রথম পর্যায়ে ২৫টি গণগ্রন্থাগার এবং শিশু একাডেমি গ্রন্থাগার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এনজিও’র ৫টিসহ মোট ৩০টি গ্রন্থাগার ডিজিটাল করা হবে। এজন্য ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে অর্থায়ন করছে বিল এ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের জন্য ২৪ থেকে ২৮ কোটি টাকা দেবে ফাউন্ডেশনটি। মঙ্গলবার এ বিষয়ে গণগ্রন্থাগার অধিদফতরের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অধিদফতরের পক্ষে মহাপরিচালক আশীষ কুমার সরকার ও কাউন্সিলের পক্ষে কান্ট্রি ডাইরেক্টর বারবারা উইকহাম স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, প্রকল্প পরিচালক দিদারুল আলম উপস্থিত ছিলেন।
×