ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিতুর সন্দেহভাজন ঘাতক মুসা ভারতে আটক

প্রকাশিত: ০৮:১২, ১৭ আগস্ট ২০১৬

মিতুর সন্দেহভাজন ঘাতক মুসা ভারতে আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামে প্রকাশ্যে খুন হওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রধান সন্দেহভাজন কামরুল ইসলাম সিকদার ওরফে মুসাকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে। গত ১ জুলাই বর্ধমান থেকে তাকে আটক করা হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের গোয়েন্দারা কলকাতায় মুসাকে জেরা করেছে। খবর ওয়েবসাইটের। গত ৫ জুন সকালে চট্টগ্রামে গুলি করে মিতুকে হত্যা করা হয়। এরপর থেকেই বাংলাদেশজুড়ে জঙ্গীবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। তাতে কট্টরপন্থী সংগঠনগুলোর শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের পরপরই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা হামলা চালায় ঢাকা ও কিশোরগঞ্জে। এই দুই নাশকতায় ২০ জন নিহত হয়। আটক মুসার সঙ্গে জঙ্গী সংগঠন আইএসের যোগাযোগ রয়েছে বলে আগেই বাংলাদেশের জাতীয় তদন্তকারী সংস্থাসমূহ জানায়। ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের হামলাকারীদের হোতা তামিম আহমেদ চৌধুরীর ডানহাত সোলেমানের ঘনিষ্ঠ এই মুসা। মঙ্গলবারের জেরার সময় মুসা স্বীকার করেছে তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ধারণা করা হচ্ছে, নিহত মিতুর স্বামী চট্টগ্রামে পোস্টিং থাকাকালীন লাগাতার জঙ্গী দমন অভিযানে অংশ নিতেন। সেই আক্রোশ থেকেই তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করে জঙ্গীরা।
×