ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন জেএমবির মামলা ৩ মাসের মধ্যে নিস্পত্তির নির্দেশ

প্রকাশিত: ০৮:০৫, ১৭ আগস্ট ২০১৬

তিন জেএমবির মামলা ৩ মাসের মধ্যে নিস্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সাত বছরেও শেষ না হওয়া তিন জেএমবি সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির জন্য খাগড়াছড়ি বিশেষ ট্রাইবুনাল-১ কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয় ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম মনিরুজ্জামান কবির ,আসামি পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম মনিরুজ্জামান কবির বলেছেন, মামলাটি ৭ বছরেও নিষ্পত্তি না হওয়ায় আদালত এই আদেশ জারি করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে তিন মাসের মধ্যে মামলার সর্বশেষ অবস্থা প্রতিবেদন আকারে অবহিত করতে বিশেষ ট্রাইব্যুনালের বিচারককে নির্দেশ দিয়েছে আদালত। ২০০৯ সালের ২৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার শান্তিপুর গ্রামস্থ দুর্গম এলাকায় জেএমবির ট্রেনিং ক্যাম্প পরিচালনার অভিযোগে আবদুর রহিম, দেলোয়ার হোসেন ও ইউনুস আলিকে গ্রেফতার করে র‌্যাব। ঘটনার পরের দিন মাটিরাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় ইউনুস গত সাত বছর ধরে কারাগারে আছেন। মোহাম্মদ ইউনুস আলির জামিন শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। এই প্রসঙ্গে তাকে কেন জামিন দেয়া হবে না মর্মেও রুল জারি করা হয়।
×