ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিঠমোড়া করে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৮:০৪, ১৭ আগস্ট ২০১৬

বরিশালে যৌতুকের  দাবিতে গৃহবধূকে পিঠমোড়া করে বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌতুকের দুই লাখ টাকা দিতে না পারায় দুই সন্তানের জননী পিঠমোড়া করে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় গৃহবধূ নারগিস বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের দিনমজুর শাহাদাত হোসেন খানের কন্যা নারগিস বেগম (২৮) জানান, নয় বছর পূর্বে গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি গ্রামের হাফিজুর রহমান সরদারের পুত্র মিজানুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় তার দিনমজুর বাবা যৌতুক হিসেবে বর পক্ষকে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। সম্প্রতি মিজান কক্সবাজারে রাজমিস্ত্রী হিসেবে কাজ শুরু করে। নারগিস অভিযোগ করেন, কক্সবাজারে কাজ শুরু করার পর থেকে তার স্বামী মিজানুর রহমান ব্যবসার কথা বলে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য তাকে চাপ প্রয়োগ করে। এতে সে অপরাগতা প্রকাশ করায় গোপনে কক্সবাজারের বাসিন্দা কহিনুর বেগম নামের এক নারীকে তার স্বামী দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। কয়েকদিন পূর্বে কহিনুরকে নিয়ে তার স্বামী গ্রামের বাড়িতে বেড়াতে এলে দাম্পত্য কলহ দেখা দেয়।
×