ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৬তম বিসিএস

প্রিলি উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু

প্রকাশিত: ০৮:০৪, ১৭ আগস্ট ২০১৬

প্রিলি উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু

স্টাফ রিপোর্টার ॥ ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত, পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। সকাল ও বিকেলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) পাওয়া যাচ্ছে। লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এবার ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনরূপ ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পদ সংশ্লিষ্ট গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থ, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, ইলেক্ট্রনিক্স এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিষয়সমূহের ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। গাণিতিক যুক্তি (আবশ্যিক) বিষয়ের ক্ষেত্রে কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষার গেটে নিষিদ্ধ সামগ্রীর বিষয়ে তল্লাশি ও প্রবেশপত্র চেক করে প্রার্থীদের প্রবেশের অনুমতি দেয়া হবে। নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে প্রার্থিতা বাতিল ও আইনানুগ ব্যবস্থাসহ পিএসসির পরীক্ষার জন্য নিষিদ্ধ করা হবে।
×