ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপেশাদার আচরণের দায় পুলিশ নেবে না ॥ আছাদুজ্জামান

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ আগস্ট ২০১৬

অপেশাদার আচরণের দায় পুলিশ নেবে না ॥ আছাদুজ্জামান

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কোন ব্যক্তির অপেশাদার আচরণের দায় পুলিশ বিভাগ নেবে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত শুক্রবার এসএ টেলিভিশনের সাংবাদিক নেয়ামুল আজিজের ওপর গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদের নির্যাতনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এ কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, কোন পুলিশ সদস্যের অপেশাদার আচরণের দায় আমরা নেব না। পুলিশ এ ধরনের আচরণ করলে অভিযোগ করার কথা জানান তিনি। তিনি আরও বলেন, আমি নিজেও যদি অপেশাদার আচরণ করি তারও দায় সরকার নেবে না। ইতোমধ্যে এ ধরনের কিছু ঘটনায় ব্যবস্থা নেয়ার পর এর হার অনেক নিচে নেমে এসেছে। যে কেউ অসদাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- জানালেন ডিএমপি কমিশনার। এর পর সাংবাদিক নির্যাতনের বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা সাক্ষাত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানান। এ বিষয়ে এসআই আজাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিলে স্বরাষ্ট্রমন্ত্রী তা তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন। ধ্বংসের মুখে ভাস্কর্য রাজধানীর ধানম-ির ২৭ নম্বর রোডের মুখে রিক্সা ভাস্কর্য এটি। দু’জন যাত্রীসহ চালকের দৃষ্টিনন্দন কারুশিল্প এই ভাস্কর্য, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে সংস্কারের অভাবে এটি এখন ধ্বংসের মুখে। এই ভাস্কর্যটির প্রতি কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন। রাজধানীর প্রতিটি ভাস্কর্য দৃষ্টিনন্দন হলেও সংস্কারের অভাবে এগুলো আর আগের মতো মানুষের নজর কাড়ে না। ছবি জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর। কুমড়ো ফুল রাজধানীর রমনা মডেল থানার দেয়াল ঘেঁষে লাগানো হয়েছে একটি কুমড়োর চারা। দেখলে মনে হয় গাছটি কোন ভবনের দেয়ালে লাগানো। মনে হয় গ্রামাঞ্চলের কোন পাড়া বা মহল্লায় লাগানো হয়েছে এই চারা গাছ। সুন্দর মনোমুগ্ধকর কুমড়ো ফুলে বাউন্ডারী ভেদ করে রাস্তার দিকে ঝুঁকে রয়েছে। কুমড়ো খেতে যেমন মিষ্টি, এর ফুলটি ও দেখতে বেশ দৃষ্টিনন্দন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×