ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইকোর্টের রায়

দক্ষিণ খান মৌজায় আশিয়ান সিটি প্রকল্প এখন বৈধ

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ আগস্ট ২০১৬

দক্ষিণ খান মৌজায় আশিয়ান সিটি প্রকল্প এখন বৈধ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দক্ষিণ খান মৌজায় আশিয়ান সিটি আবাসন প্রকল্পের কার্যক্রম অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বাতিল করে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানটির রিভিউ গ্রহণ করেছে হাইকোর্ট। এ রায়ের ফলে আশিয়ান সিটি প্রকল্প এখন বৈধ। অন্যদিকে ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি স্থানীয় যুবলীগ নেতা জাহেদুল হাশেম সৈকতের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভায় চলমান সকল কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়ে রায় দিয়েছে আদালত। এর ফলে ১৫ বছর ধরে আটকে থাকা উক্ত পৌরসভার নির্বাচন করতে দীর্ঘ আইনী জটিলতার অবসান হলো। অপরদিকে আদালতের নির্দেশনা সঠিকভাবে পালন না করায় জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি, মহাপরিচালক ও সদস্য সচিবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাদের স্বশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেন। রাজধানীর দক্ষিণ খান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করে প্রতিষ্ঠানটির রিভিউ গ্রহণ করেছেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। হাইকোর্টের দেয়া ইতোপূর্বের রায়ের বিরুদ্ধে আশিয়ান সিটির করা রিভিউ আবেদন গ্রহণ করে মঙ্গলবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক, নাঈমা হায়দার ও কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এই রায় দেন। আদালতে পরিবেশবাদী সংগঠন বেলার পক্ষে ছিলেন এ্যাডভোকেট সৈয়দা রিজয়ানা হাসান। আশিয়ান সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রিট আবেদনকারীপক্ষে শুনানিতে করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে হজ ক্যাম্পসংলগ্ন দক্ষিণ খান থানার আশকোনা ও কাওলা এলাকায় ওই প্রকল্পের নাম আশিয়ান সিটি প্রকল্প। যা বাস্তবায়ন করছিল আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড। এর আগে ২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ আশিয়ান সিটির আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আশিয়ান সিটি কর্তৃপক্ষ। বৃহত্তর বেঞ্চ রায় দেয়াতে আশিয়ান সিটি প্রকল্প এখন বৈধ। জামিন খারিজ ॥ ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি স্থানীয় যুবলীগ নেতা জাহেদুল হাশেম সৈকতের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানান, একরাম হত্যা মামলা নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। আদালত বলেছে, যেহেতু মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে এ অবস্থায় আসামির জামিন দেয়া ঠিক হবে না। আসামি সৈকত নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে সম্প্রতি হাইকোর্টে জামিন আবেদন করেন। মুকসুদপুর পৌরসভা ॥ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভায় চলমান সকল কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে ১৫ বছর ধরে আটকে থাকা উক্ত পৌরসভার নির্বাচন করতে দীর্ঘ আইনী জটিলতার অবসান হলো। এখন নির্বাচন করতে আইনগত কোন বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্ব^য়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়। আদালতে আজ রিটকারীদের পক্ষে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক। জাদুঘরের তিনজনকে তলব ॥ আদালতের নির্দেশনা সঠিকভাবে পালন না করায় জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান, মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও সদস্য সচিব ফারুক হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাদের স্বশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির একটি নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের ওপর শুনানির সময় মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আজ রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মোঃ আহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।
×