ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিভিন্ন প্রতিষ্ঠানে শোক দিবস পালন

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ আগস্ট ২০১৬

বিভিন্ন প্রতিষ্ঠানে শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্যাংক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসমূহ নানান কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা প্রদান, কোরানখানি ও দোয়া মাহফিল। জাতীয় বিশ্ববিদ্যালয় ॥ এ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘বিশ্বে যুগে যুগে বিভিন্ন দেশে অনেক বরেণ্য নেতা জন্ম নিয়েছেন। তারা সকলেই নেতৃত্বের নানান গুণে গুণান্বিত। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো হৃদয়বান ও মানবিক নেতৃত্ব খুবই বিরল। রাজনীতির মূলকথা ক্ষমতা ও সরকার গঠন হলেও, বঙ্গবন্ধুর ক্ষেত্রে তা ছিল স্বতন্ত্র। তিনি ক্ষমতার চেয়ে মানুষের ভালবাসাকে সর্বোচ্চে স্থান দিয়েছেন। শত্রু-মিত্র নির্বিশেষে তাঁর দ্বারা কোন না কোনভাবে উপকৃত হয়নি- এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল দেশ ও মানবপ্রেম। তাঁকে হত্যার ফলে জাতি যে সম্পদ হারিয়েছে, তা কোনদিন পূরণীয় নয়। মানবকল্যাণে উৎসর্গকৃত বঙ্গবন্ধু চিরদিন মানুষের হৃদয়েই চিরঞ্জীব হয়ে থাকবেন।’ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ॥ দিবসটি উপলক্ষে সকালে স্টামফোর্ডের ধানম-ি ও সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ॥ বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরণে এক সভা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। নর্থ সাউথ ইউনিভার্সিটি ॥ এ উপলক্ষে তিন দিনব্যাপী ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়। কর্মসূচীর মধ্যে ছিল মোমবাতি প্রজ্বালন, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, স্থিরচিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল। ১৪ আগস্ট রাত ৮টায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে তিন দিনের কর্মসূচী শুরু হয়। ১৫ আগস্ট সকাল ৭টায় ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচী শুরু হয়। বিকেল ৩টায় এনএসইউ মিলনায়তনে উপাচার্য অধ্যাপক আতিকুুল ইসলামের সভাপতিত্বে শোক দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক), সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ডঃ আব্দুল মোমেন। তিন দিনের ধারাবাহিক কর্মসূচীর শেষ দিনে ১৬ আগস্ট ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও জাতীয় সংহতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ইউনিভার্সিটি ॥ এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। প্রধান বক্তা ছিলেন সংবিধান প্রণেতা ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ড. আবু সাইয়িদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। বাংলাদেশ ইউনিভার্সিটি ॥ এ উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। এআইইউবি ॥ এ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচীর প্রথম দিন ১৩ আগস্ট শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে কোরানখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বেসিক ব্যাংক ॥ এ উপলক্ষে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর কাওরানবাজারে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার আলোক শিখা, প্রেরণার সুউচ্চ মিনার। শোষণ বঞ্চণা বৈষম্যের অবসানে তাঁর নেতৃত্বেই অর্জিত হয় জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। বিএইচবিএফসি ॥ এ উপলক্ষে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. দৌলতুন্নাহার খানমের সভাপতিত্বে সদর দফতর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেপজা ॥ বাদ জোহর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক কর্মকা- নিয়ে বিশদ আলোচনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ॥ এ উপলক্ষে বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন ॥ এ উপলক্ষে দেশব্যাপী হামদর্দের সকল বিক্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। -বিজ্ঞপ্তি
×