ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিষপানে দুজনের আত্মহত্যা, শিশু ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ আগস্ট ২০১৬

রাজধানীতে বিষপানে দুজনের আত্মহত্যা, শিশু ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁও ও ডেমরা এলাকায় বিষপানে এক নারীসহ দুইজন আত্মহত্যা করেছে। পুরান ঢাকার গে-ারিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে পশ্চিম আগারগাঁওয়ে এক স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে খিলগাঁও সিপাহীবাগে একটি রিক্সার গ্যারেজে বিষপান করে কবির হোসেন (২৫) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহতের ভাই আতাউর জানান, কবির পেশায় রিক্সাচালক। কয়েক দিন আগে তার স্ত্রী রোকসানা বেগম রাগ করে বাবারবাড়ি কুমিল্লায় চলে যায়। এজন্য অভিমান করে সে বিষপান করে। বেলা ১১টার দিকে ওই রিক্সা গ্যারেজে গোঙানির শব্দ পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সোমবার রাতে ডেমরা গলাকাটা এলাকায় পিংকি (১৭) নামে এক গৃহবধূ বিষপান করে। খবর পেয়ে তাকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে পিংকির মৃত্যু হয়। নিহতের স্বামী মাহাবুব জানান, তিনি গলাকাটা এলাকায় একটি স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে সোমবার রাতে স্ত্রী পিংকি বিষপান করে। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ॥ পুরান ঢাকার গে-ারিয়া রেলস্টেশনের রেললাইনে কাটা পড়ে হোসেন মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হোসেন মোল্লা গে-ারিয়ার সতীশ সরকার রোডের ২৬ নম্বর বাসায় থাকতেন। নিহতের ছেলে রিপন মোল্লা জানান, মঙ্গলবার ভোরের দিকে ফজরের নামাজ পড়তে বের হন বাবা হোসেন মোল্লা। পরে সকাল ৮টার দিকে আমরা বাবার ট্রেনে কাটা পড়ার কথা শুনতে পাই। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। পরে হাসপাতালে গিয়ে বাবাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। শিশু ধর্ষণের অভিযোগ একজন গ্রেফতার ॥ রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ৯ বছরের এক স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা সুমন মিয়া জানান, আগারগাঁও এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন তারা। শিশুকন্যা স্থানীয় একটা স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। তিনি জানান, সোমবার রাতে শিশুটি তার সহোদরদের সঙ্গে পাশের কক্ষে ঘুমাতে যায়। বাবা-মা ছিল অন্য কক্ষে। রাতের দিকে পাশের বাসার মাছ বিক্রেতা লিটন (২০) ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে সুমন গিয়ে দেখে মেয়েটি অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। প্রতিবেশী মাছ বিক্রেতা লিটন পালিয়ে যাচ্ছে। পরে তারা লিটনকে ধাওয়া করে ধরে ফেলেন। শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার সুধাংশু সরকার জানান, ধর্ষক লিটনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।
×