ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৪ সেকেন্ড তাকালেই অপরাধ!

প্রকাশিত: ০৬:০২, ১৭ আগস্ট ২০১৬

১৪ সেকেন্ড তাকালেই অপরাধ!

কোন নারীর দিকে যদি কোন পুরুষ ১৪ সেকেন্ড তাকিয়ে থাকেন, তাহলেই পুলিশে অভিযোগ দায়ের করা যাবে। এটা দণ্ডনীয় অপরাধ। এরকমই এক উক্তি করেছেন ভারতের এক পুলিশ কর্মকর্তা। কেরল রাজ্যের আবগারি কমিশনার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসার ঋষি রাজ সিংয়ের এই মন্তব্যের সময় সেখানে ছিলেন রাজ্য ক্রীড়া বিষয়ক মন্ত্রী জয়রাজন। মন্ত্রী আবার সকলের সামনেই বলে দেন যে, এরকম কোন আইন নেই। মস্তিষ্কপ্রসূত এক আইনের ধারার কথা উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা। আইনজীবীরা বলছেন, এরকম কোন আইনের ধারা ভারতে নেই। ভারতের স্বাধীনতা দিবসের আগে কোচি শহরে ছাত্র-ছাত্রীদের সামনে ভাষণ দিতে গিয়ে ওই পুলিশ কর্মকর্তা এই মন্তব্য করেন। মঙ্গলবার ঋষি রাজ সিংহ বলেন, আমি সেদিন যা বলেছিলাম, এখনও সেটাই বলব। আর শুধু ১৪ সেকেন্ড কেন, তার কম সময়ের জন্যও যদি কোন পুরুষ মানুষ কোন নারীর দিকে তাকিয়ে থাকেন, যাতে ওই নারীর অস্বস্তি হতে পারে, তাহলেও সেটা শাস্তিযোগ্য অপরাধ। ঋষি রাজ সিংহের এই মন্তব্যের পর ভারতজুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। -বিবিসি ও এনডিটিভি অবলম্বনে
×