ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেরপুর সীমান্তে কূপে পড়া বন্য হাতির শাবক উদ্ধার, বনে অবমুক্ত

প্রকাশিত: ০৬:০১, ১৭ আগস্ট ২০১৬

শেরপুর সীমান্তে কূপে পড়া বন্য হাতির শাবক উদ্ধার, বনে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ আগস্ট ॥ শেরপুর সীমান্তে কূপে পড়ার দীর্ঘ ১০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে বন্য হাতির একটি শাবক। মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী পল্লী গুরুচরণ দুধনই এলাকার এক পরিত্যক্ত কূপ থেকে ওই হস্তিশাবকটি উদ্ধার করে দমকল বিভাগ ও স্থানীয় হাতি সুরক্ষা দল। পরে শাবকটিকে বনে অবমুক্ত করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে। বন বিভাগের তাওয়াকুচা বিট কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান, সোমবার রাতে ৪০/৪৫টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে দুধনই এলাকার লোকালয়ে চলে যায়। ওইসময় রাত আনুমানিক দেড়টার দিকে হাতির পালের সঙ্গে থাকা ৩/৪ বছর বয়সী একটি শাবক পরিত্যক্ত একটি মাটির কূপে পড়ে যায়। হাতির দল ওই বাচ্চা হাতিটিকে উদ্ধারের জন্য ভোর ৬টা পর্যন্ত চেষ্টা চালায়। কিন্তু সূর্যের আলো ছড়িয়ে পড়লে হাতির দল শাবকটিকে ফেলে রেখে বনে চলে যায়। পরে খবর পেয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে বন বিভাগ ও শেরপুর থেকে দমকল বাহিনী এবং পুলিশ সদস্যরা গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় হস্তিশাবকটি উদ্ধারের কাজ শুরু করে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেরপুরের দমকল বিভাগ ও স্থানীয় হাতি সুরক্ষা দলের সদস্যরা কুয়ার পাশ খুঁড়ে শাবকটিকে উপরে ওঠার পথ তৈরি করে দেয়। একপর্যায়ে দমকল বাহিনীর সদস্যরা রশি দিয়ে বেঁধে শাবকটিকে টেনে তৈরি করা রাস্তায় উঠিয়ে দেয়। ওইসময় শাবকটি ছাড়া পেয়ে দৌড় শুরু করে। ওই অবস্থায় শাবকটিকে পাহাড়ের দিকে ধাওয়া দিয়ে অবমুক্ত করা হয়।
×