ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সহযোগিতা চায় বিএনপি

প্রকাশিত: ০৬:০০, ১৭ আগস্ট ২০১৬

প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সহযোগিতা  চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ পহেলা সেপ্টেম্বর বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে কর্মসূচী ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীদের শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ এবং ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচী ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসভা ও র‌্যালি করার চিন্তা করছি। এজন্য বিএনপির পক্ষ থেকে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি। একইসঙ্গে আরও কিছু কর্মসূচী পালন করতে চাই। যেমন বিএনপি জঙ্গী হামলার প্রতিবাদে এবং রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করতে চাই। এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। যেহেতু বেশকিছু আইন রয়েছে তাই জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় ভাইস চেয়ারম্যান ডাঃ জাহিদ হোসেনের নেতৃত্বে বিএনপির একটি টিম জামালপুরে গেছেন বন্যার্তদের সহযোগিতা করতে। সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নেতৃত্বে দলের আরও একটি টিম ফরিদপুরে যাবে। ফখরুল বলেন, বিএনপির নতুন নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এটাই প্রথম যৌথ সভা। এ সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী, চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কর্মসূচী হাতে নেয়া হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঠিক করতে মঙ্গলবার বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করেন। মির্জা ফখরুল বলেন, যৌথসভায় এছাড়াও ৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। আর ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষেও কর্মসূচী পালন করা হবে। তবে ১১ সেপ্টেম্বর ঈদের ছুটি থাকায় আগে-পরে এ কর্মসূচী পালন করা হবে। আলাপ-আলোচনা করে পরে এ কর্মসূচী ঠিক করা হবে।
×