ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন জেলায় জেএমবি জঙ্গী ও নারী রোকনসহ গ্রেফতার ১৩

প্রকাশিত: ০৫:৫১, ১৭ আগস্ট ২০১৬

তিন জেলায় জেএমবি জঙ্গী ও নারী রোকনসহ গ্রেফতার ১৩

জনকণ্ঠ ডেস্ক ॥ পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার এক জেএমবি সদস্য এবং নারী রোকনসহ জামায়াত-শিবিরের ১২ জনকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে এদের সবাইকে জেলহাজতে প্রেরণ করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জেহাদী বই উদ্ধার করা হয়। নীলফামারীতে আটক জেএমবি সদস্যের নাম সাদেকুল ইসলাম (৩৬)। মঙ্গলবার ভোরে তাকে জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর তালতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জঙ্গী সাদেকুল ইসলাম উক্ত গ্রামের মৃত রহিমুদ্দিনের পুত্র। খবর স্টাফ রিপোর্টারদের পাঠানো। জানা গেছে, নীলফামারী ডিবি পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাদেকুলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতা পরিচালনার অভিযোগ রয়েছে। সে সম্প্রতি জঙ্গী আটকের অভিযানে নিজ বাড়িতে এসে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জঙ্গী সদস্যের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দিনাজপুর ॥ গোপন বৈঠক করার সময় স্থানীয় দুটি কোচিং সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১১ শিবির নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতের নারী রোকনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মহানগর শিবিরের সাবেক অফিস সেক্রেটারিসহ শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করে। মঙ্গলবার সকালে শিবির পরিচালিত দিনাজপুরের পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজশাহী ॥ রাজশাহীর গোদাগাড়ী পৌর জামায়াতের নারী রোকনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তার নাম ফাতেমা বেগম (৫০)। তিনি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার নূরুল ইসলামের স্ত্রী এবং মহিষালবাড়ি দারুল উলুম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষিকা।
×