ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যেভাবেই পারি বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে আদালতের রায় কার্যকর করব ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫০, ১৭ আগস্ট ২০১৬

যেভাবেই পারি বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে আদালতের রায় কার্যকর করব ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দুই খুনীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। ‘আমরা যেভাবে পারি বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে যে রায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত দিয়েছে, সেই রায় কার্যকর করবই ইনশাআল্লাহ। আমরা বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর নিবন্ধন পরিদফতর প্রাঙ্গণে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ শোকসভার আয়োজন করে। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হক, নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মোঃ আব্দুল মান্নান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্মসচিব গোলাম সারওয়ার প্রমুখ। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক আদর্শ তা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাদেশের সংবিধানে লিখে গেছেন। তাই তাঁর রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করতে হলে সংবিধান পড়তে হবে। আজ জাতির সবচেয়ে বড় প্রয়োজন, বঙ্গবন্ধু তাঁর ব্যক্তি জীবনে কি কি করেছেন, তা বিশ্লেষণ করা এবং সেখান থেকে শিক্ষা নেয়া। তাহলে বাংলাদেশের উন্নয়ন কেউ রুখতে পারবে না বলে মত দেন তিনি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দুই খুনীর একজন নূর কানাডায় পালিয়ে আছেন। কিন্তু কানাডা আইনের মাধ্যমে তাদের দেশের মৃত্যুদ- তুলে দিয়েছে। মৃত্যুদণড দেয়া হবে এমন অপরাধী সে দেশে গেলে তাদের ফেরত পাঠাবে না। আমরা এ আইনের প্যাঁচে পড়ে গেছি। তবে তাকে ফেরত আনার চেষ্টা অব্যাহত। তিনি বলেন, আরেকজন খুনী রাশেদ চৌধুরী আমেরিকায়। আমরা যেভাবেই পারি বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে যে রায় আদালত দিয়েছে সেই রায় কার্যকর করব। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে অন্য কোথাও যেতে হবে না, শুধু সংবিধানে কী লেখা আছে- সেটা পড়লেই আমরা বুঝতে পারি শেখ মুজিবুর রহমান কী চেয়েছিলেন। তাঁর জীবন আমাদের শেখায় ভালবাসা কী জিনিস। তিনি বাংলাদেশের মানুষকে ভালবাসতেন। এ ভালবাসার দুর্বলতা তাকে মৃত্যুর হাতে ঠেলে দেয়। ‘বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিলেন সোনার বাংলা গড়বেন, তিনি যদি জীবিত থাকতেন তাহলে অনেক আগেই সোনার বাংলা হতো। খুনীরা বোঝেনি কবরে শুয়ে থাকলেও এ বাংলা সোনার বাংলা হবেই।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর পরিবার আমাদের সারাজীবনের জন্য ঋণী করে গেছে। তার সোনার বাংলা গড়েই তার ঋণ শোধ করতে হবে।
×