ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের আজ জঙ্গীবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫০, ১৭ আগস্ট ২০১৬

পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের আজ জঙ্গীবিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদ প্রতিরোধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবার আন্দোলন কর্মসূচী নিয়ে মাঠে নামছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতারা। কর্মসূচীর অংশ হিসেবে আজ ঐক্যদ্ধভাবে রাজধানীসহ সারাদেশে জঙ্গীবিরোধী সভা-সমাবেশ, মানববন্ধন করবে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের ছয়টি সংগঠন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচী ঘোষণা করেছেন। আজ কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে রাজধানীতে শহীদ মিনার প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করবেন প্রকাশক ও বিক্রেতারা। সকল জেলায় একই সময়ে সমিতির সদস্যদের মাধ্যমে জঙ্গীবিরোধী মানববন্ধন কর্মসূচী চলবে। বাংলাদশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সঙ্গে জঙ্গীবিরোধী কর্মসূচীতে অংশ নেবে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতি, মুদ্রণ শিল্প সমিতি, পুস্তক বাঁধাই সমিতি, পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি ও মার্চেন্ট এ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে কর্মসূচীর ঘোষণা দেন বাংলাদশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জ্ঞান ও সৃজনশীল সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, বাংলাদশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মোঃ শরিফ উল আলম, বাংলাদশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমতিরি সহ-সভাপতি কাজী জহুরুল বুলবুল, মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল খান, পুস্তক বাঁধাই সমিতির সভাপতি এমএন মল্লিকসহ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি ও মার্চেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আরিফ হোসেন ছোটন বলেন, ৬৪ জেলায় আমাদের ২৫ হাজার সদস্য রয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে সারাদেশে জঙ্গীবাদবিরোধী জনসচেতনতামূলক কাজ করবে। জঙ্গীদের ভয়ঙ্কর আগ্রাসন থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। এজন্য ধর্মান্ধতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন করে তুলতে হবে। যুবসমাজকে বোঝাতে হবে যে, জঙ্গীবাদের মাধ্যমে পবিত্র ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় না। ইসলাম ধর্ম জঙ্গীবাদ সমর্থন করে না। বরং এটি ধ্বংস করে দেয় অমিত সম্ভাবনাকে। সভাপতি আরও বলেন, জঙ্গীবাদ আজ এক বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও এ বৈশ্বিক সমস্যার বাইরে নয়। সাম্প্রতিক জঙ্গীবাদের নিষ্ঠুর আঘাতে আমরা অনেক মূল্যবান জীবনকে হারিয়েছি। জঙ্গীবাদের নির্মম আঘাতে আমরা তরুণ প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হারিয়েছিলাম। প্রকাশক দীপনকে হারানোর ক্ষত শুকাতে না শুকাতেই পবিত্র রমজান মাসে গুলশানের আর্টিজান বেকারিতে রচিত হয় দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরাও জঙ্গীবাদের রোষানল থেকে রেহাই পাননি। কর্মসূচী ॥ আজ দেশের ৬৪ জেলায় একযোগে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী চলবে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। কর্মসূচীতে সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রশাসনসহ নানা পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। ২০ আগস্ট বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেট বিভাগে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যদের সচেতন করার জন্য সাংগঠনিক সফরের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচী দেশের প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদের বিরুদ্ধে ব্যানার, পোস্টার, বিলবোর্ড, প্ল্যাকার্ড, হ্যান্ডবিল সমিতির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে তৈরি ও বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও আলোকিত জাতি গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে ৬৪ জেলার সেরা স্কুল-কলেজে পর্যায়ক্রমে বইমেলা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এখন থেকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রকাশক সদস্যদের বইয়ের কাভারে ‘বই হোক মুক্তচিন্তার ধারক’, ‘শিক্ষার আলোয় সুনাগরিক গড়ে তুলুন’, ‘পাঠদানের পূর্বে নৈতিক শিক্ষা দান করুন’Ñ এ ধরনের নৈতিক শিক্ষামূলক সেøাগানসমূহ ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।
×