ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ কাজ আজ উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪৯, ১৭ আগস্ট ২০১৬

এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ কাজ আজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক হাজার শয্যাবিশিষ্ট একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন হতে যাচ্ছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় শহীদ ডা. মিল্টন হলে হাসপাতালটির নির্মাণকাজের উদ্বোধন করা হবে। কোরিয়ান সরকারের অর্থায়নে এটি নির্মিত হবে। ইতোমধ্যে কোরিয়ান পরামর্শক নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল নামের এ প্রকল্পটি অনুমোদন দেন। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৩৬৬.৩৩৭২ কোটি টাকা। এর মধ্যে দক্ষিণ কোরীয় সরকারের ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড থেকে সহজ শর্তে ১০৪৭.৩৩৮৪ কোটি টাকা ঋণ সুবিধা পাওয়া যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টি সুপার স্পেশালাইজড হলে জনগণের চাহিদা পূরণে স্বাস্থ্য সেবার আওতা বৃদ্ধি পাবে, মেডিক্যাল কেয়ার ও ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে সেন্টার বেজড হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম প্রতিষ্ঠা, বিশেষায়িত স্বাস্থ্য সেবা সুবিধা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশকের উন্নতি, দেশেই জটিল রোগের উন্নত সেবা নিশ্চিত করে বিদেশ নির্ভরতা কমানো, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সেবা খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়ানো, দেশের সার্বিক স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে ক্লিনিক্যাল রিসার্চের মাধ্যমে ইভিডেন্স বেজড মেডিসিন চালু এবং কার্যকর রেফারেল লিংকেজ তৈরি করা সম্ভব হবে। প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরে দুটি বেজমেন্টসহ ১৩তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি ১৩তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। সেই সঙ্গে হাসপাতালের জন্য আধুনিক মেডিক্যাল যন্ত্রপাতি ও আসবাবপত্র সংগ্রহ করা হবে। আজ বুধবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হাসপাতালটির নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্লানিং কমিশনের সদস্য মোঃ আব্দুল মান্নান ও বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং-ডু।
×