ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪১, ১৭ আগস্ট ২০১৬

টুকরো খবর

বাসের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৬ আগস্ট ॥ চলন্ত বাসের ছাদ থেকে পড়ে সাগর (২৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের সদর উপজেলার মান্দারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাগর মুন্সীগঞ্জ জেলার সিরাজদী থানা এলাকার মোলাদিয়া মধ্যপাড়া মিজানুর রহমানের ছেলে। পুলিশ জানান, দুপুরের দিকে গ্রামীণ পরিবহন নামের একটি বাস রায়পুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি মান্দারী বাজার এলাকায় পৌঁছালে বাসটির ছাদে থাকা যাত্রী সাগর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাপের ছোবলে জেলের মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনে সাপের কামড়ে আব্দুল বারেক হাওলাদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শরণখোলা রেঞ্জের হরিণটানা এলাকায় তিনি মাছ ধরছিলেন। এ সময় জালে পেঁচানো একটি সাপ দংশন করলে তার মৃত্যু হয়। নিহত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলা সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মৃত আঃ হক হাওলাদারের ছেলে। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় মঙ্গলবার দুপুরে হবিবা আক্তার (১) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে নানা ফজলু ফরাজীর বাড়িতে মায়ের সঙ্গে এসে পুকুরের পানিতে ডুবে এ মৃত্যু ঘটে। শিশুটি পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার মাছুয়া গ্রামের হাবিব হাওলাদারের মেয়ে। বিএসএফের গুলিতে ব্যবসায়ী আহত নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৬ আগস্ট ॥ মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আব্দুল হাকিম (২৭) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছে। সোমবার রাতে ভারতের সুটিপুর ক্যাম্পের বিএসএফের গুলিতে সে আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা ভারতের ভিতর থেকে তাকে নিয়ে এসে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আব্দুল হাকিম মহেশপুর উপজেলার নুরুল আমিন সরদারের ছেলে। জাল টাকাসহ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর লবণচরা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ জাল দেড় লাখ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার একরামুল সর্দার বাগেরহাট জেলার মংলা থানাধীন বিদ্যার বাওন এলাকার ইয়াকুব সর্দারের ছেলে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে লবণচরা এলাকায় অভিযান চালিয়ে জাল ৩০০ খানা ৫০০ টাকার নোটসহ একরামুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ (বি) ধারায় লবণচরা থানায় মামলা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া-মিলাদ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতীয় বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, বিশ্বে যুগে যুগে বিভিন্ন দেশে অনেক বরেণ্য নেতা জন্ম নিয়েছেন। তাঁরা সকলেই নেতৃত্বের নানা গুণে গুণান্বিত। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো হৃদয়বান ও মানবিক নেতৃত্ব খুবই বিরল। তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল দেশ ও মানবপ্রেম। তাঁকে হত্যার ফলে জাতি যে সম্পদ হারিয়েছে তা কোনদিন পূরণীয় নয়। মানবকল্যাণে উৎসর্গকৃত বঙ্গবন্ধু চিরদিন মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। ইয়াবাসহ আটক তিন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ আগস্ট ॥ মহিপুর থানা পুলিশ ১২ পিচ ইয়াবাসহ তিন বখাটে কিশোরকে গ্রেফতার করেছে। মহিপুর সাগর সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে সোমবার গভীর রাতে এদের গ্রেফতার করা হয়। এসআই আতিক জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে মহিপুর থানা ছাত্রলীগের কথিত নেতা সজিব গাজী, বখাটে ইমরান ও আবদুল্লাহ ওরফে এলিন মোল্লা। পুলিশের অভিযানকালে দেলোয়ার ও রাব্বি নামে আরও দুই বখাটে পালিয়ে গেছে। এরা ইয়াবা বিক্রি করছিল বলেও পুলিশের দাবি।
×