ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্মশান ও মন্দিরের রাস্তা দখল ॥ মরদেহ নিয়ে বিক্ষোভ-অবরোধ

প্রকাশিত: ০৪:৪০, ১৭ আগস্ট ২০১৬

শ্মশান ও মন্দিরের রাস্তা দখল ॥ মরদেহ নিয়ে বিক্ষোভ-অবরোধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শ্মশান ও কালিমন্দিরের রাস্তা দখল করে বাধা সৃষ্টিতে মরদেহ নিয়ে শ্মশানে যেতে না পারায় জলঢাকা পৌর এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ। মঙ্গলবার দুপুর দুইটা থেকে মরদেহ নিয়ে বিক্ষোভকারীরা ডালিয়া, জলঢাকা ও রংপুর সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান ও জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমানের হস্তক্ষেপে আন্দোলনকারীরা বিকেল ৫টায় সড়ক অবরোধ তুলে নেয়। পাশাপাশি নেতৃবৃন্দের সহায়তায় মরদেহ শ্মশানে নিয়ে দাহ করা হয়। ওই শ্মশান ও কালিমন্দিরের সভাপতি বিমল চন্দ্র রায় অভিযোগ করে জানায় জলঢাকা পৌর এলাকার কেন্দ্রীয় মহাশ্মশান ও কালিমন্দিরের চলচলের পথটি পানি উন্নয়ন বোর্ডের। ওই চলাচলের পথের সঙ্গে জলঢাকার জিয়া চৌধুরী ও রফিকুল ইসলাম নামের দুই ব্যক্তির জমি রয়েছে। কিন্তু ওই দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত জমিসহ শ্মশানের চলাচলের রাস্তাও দখল করে সেখানে ঘর উত্তোলন করে বাধার সৃষ্টি করে রেখেছে। এ অবস্থায় সোমবার রাতে জলঢাকার মুদিপাড়ার হোটেল শ্রমিকদের প্রতিষ্ঠা সভাপতি বিনয় কুমার রায় (৭৫) পরলোকগমন করেন। তার মরদেহ দাহ করার জন্য মঙ্গলবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্মশানে প্রবেশের পথ না পাওয়ায় তারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করতে বাধ্য হয়। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান ঘটনাটি মর্মান্তিক। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ও থানার ওসিসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি অচিরেই শ্মশান ও কালিমন্দিরের চলচলের জন্য জমি অধিগ্রহণ করে পথ তৈরির আশ্বাস প্রদান করেন। সরোয়ারের লাশ বরগুনায় গ্রামের বাড়িতে দাফন নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৬ আগস্ট ॥ ঢাকার বাড্ডার দামাইখালে ছাত্রদের উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে নিহত সরোয়ারের দাফন সম্পন্ন হয়েছে বরগুনার গ্রামের বাড়ি। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সরোয়ারের বাড়িতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জনপ্রধিনিধিবৃন্দ, প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের দেয়া হয়েছে অনুদান। মঙ্গলবার সকাল ৯টায় বরগুনার ফুলঝুড়ী ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়েছে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা নিহত সরোয়ারের মা জাহানারা বেগমের হাতে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবলটি খালের পানিতে পড়ে গেলে তাদের দুইজন ফুটবলটি তুলতে গিয়ে তলিয়ে যেতে থাকে। পাশ দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য দেখে পিকআপ চালক সারোয়ার খাল থেকে তাদের উদ্ধার করেন। ২১ ক্যান্সার রোগীকে সহায়তা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে ক্যান্সারে আক্রান্ত রোগীর মাঝে সরকারী অনুদান দেয়া হয়েছে। সমাজসেবা অধিদফতর কর্তৃক বীরগঞ্জে ১৪ জন ও কাহারোলে ৭ জন ক্যান্সারে আক্রান্ত রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক বীরগঞ্জে ৪ জন ও কাহারোলে ৪ জন গাভী পালন সদস্যদের মাঝে ৫৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা নির্বাহী অফিসার আলম হোসন এর সভাপতিত্ব করেন। বন্যার্তদের ত্রাণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ আগস্ট ॥ সদর উপজেলার ডিক্রিরচর ও আলীয়াবাদ ইউনিয়নের ২৫০টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ফরিদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার বেলা ১১টার দিকে আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা খেয়াঘাট এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজী আসাদুজ্জামান, ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান সাদিকুজ্জামান, চেয়ারম্যান ওমর ফারুক, ডিক্রিরচর ইউপি আওয়ামী লীগ সভাপতি ফজলুল রহমান, আখতারুজ্জামান প্রমুখ।
×