ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তাসহ নিহত ৩

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ আগস্ট ২০১৬

সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তাসহ নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ নওগাঁ, কক্সবাজার ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের নওগাঁ ॥ সোমবার রাত সাড়ে ৯টার দিকে বদলগাছীতে ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক নামে এক অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। উপজেলার ভা-ারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক নীলফামারি সদর উপজেলার জুমাপড়া মহল্লার মৃত কুতুব উদ্দিনের ছেলে। জানা গেছে, মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট সদরের ভাড়া বাড়িতে ফিরছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় ভা-ারপুর নামক স্থানে পৌঁছালে একটি মুরগিবাহী ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে পাশের খাদে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার ॥ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী স্টেশনে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় একজন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে জোনাইদ নামে একজনের মৃত্যু হয়। তার শিশুপুত্র রেজাউল করিমের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুর ॥ সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম মনির হোসেন (২৫)। তিনি দিনাজপুরের বিরল থানার তারাবাড়ি এলাকার রমজান আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় এবিসি চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন মনির হোসেন। এ সময় ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মনির হোসেন মহানগরের দক্ষিণ সালনা এলাকার প্রো-মেকার সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন। পাচারকারীকে মারধর করে গরু লুট ॥ ভয়ে আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৬ আগস্ট ॥ দৌলতপুরে পুলিশের হাতে ফেনসিডিল ও গাঁজা আটক হওয়ায় মাদক পাচারকারী ঝন্টুকে বেধড়ক মারপিট করে তার একটি পোষা গরু লুট করে নিয়েছে সীমান্তের শীর্ষ মাদক কারবারি আজম ও লাবু। এ ঘটনায় ঝন্টু বিষপানে আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া শকুনতলা এলাকায়। জানা গেছে, সোমবার রাতে পাকুড়িয়া শকুনতলা এলাকার বিএসএফ’র গুলিতে আহত আজম ও লাবুর প্রায় ৪০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল একই এলাকার মাদক পাচারকারী ঝন্টু, আরিফ, সাজিত, সানোয়ার ও জামসেদসহ ১৫-১৬ পাচারকারী পাচার করার সময় দৌলতখালী এলাকায় পুলিশের হাতে তা আটক হয়। এ সংবাদ পেয়ে আজম ও লাবু ক্ষুব্ধ হয়ে ঝন্টুর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঝন্টুকে বেধড়ক মারপিট করে এবং তার একটি পোষা এঁড়ে গরু লুট করে নেয়। সেই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভাংচুর করে পুলিশের হাতে আটক হওয়া মাদকের মূল্য পরিশোধের জন্য চাপ দেয়। পরিশোধ করা না হলে ঝন্টুকে প্রাননাশের হুমকি দেয় কুখ্যাত আজম ও ঝন্টু। ঝন্টু তার ঘরে থাকা বিষ পান করে।
×