ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানববন্ধন-সমাবেশ

জঙ্গীবাদ রুখে দেয়ার প্রত্যয়

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ আগস্ট ২০১৬

জঙ্গীবাদ রুখে দেয়ার প্রত্যয়

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী ও সন্ত্রাস রুখে দেয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে রাজনৈতিক সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ বাঘায় মহিলা আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচী থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দেয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মহিলা আওয়ামী লীগ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরের সামনে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী জোনের সংরক্ষিত আসনের এমপি বেগম আখতার জাহান। উপজেলা মহিলা লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা মাসুদ লতার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বক্তব্য রাখেন। বাগেরহাট ॥ ফকিরহাট ও মোল্লাহাটে মঙ্গলবার সন্ত্রাস এবং জঙ্গীবিরোধী পৃথক সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ফকিরহাটের পিলজংগ ইউপির উদ্যোগে টাউন নওয়াপাড়ায় বিশ্বরোডে ৫ কি. মি. দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন স্বপন দাশ, শিরিনা আক্তার কিসলু, সাহেব মল্লিক, শেখর রঞ্জন দেবনাথ, আসলাম মল্লিক, ওহায়িদুর জামান বাবু, খান শামিম জামান পলাশ, শেখ সাহাজান আলী, টুটুল প্রমুখ। অপরদিকে, দুপুরে মোল্লাহাটের আটজুড়ী ইউপির উদ্যোগে অনুরূপ সমাবেশ ও মতবিনিময় সভা ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ইউএনও শামীম হাসান, সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আলী, ওসি খায়রুল আনাম, আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, অধ্যক্ষ আসগর আলী, মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, অধ্যক্ষ বরেন বিশ্বাস, ঝুনু মিয়া প্রমুখ। দিনাজপুর ॥ সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ‘রুখবো জঙ্গী, গড়বো দেশ-জঙ্গীমুক্ত বাংলাদেশ’ সেøাগান নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বক্তব্য রাখেন হাজরা হাসান, আব্দুস সামাদ, ফাত্তাহুর রহমান, মোজাম্মেল হক প্রমুখ। ফরিদপুর ॥ পলিটেকনিক ইনস্টিটিউটে জঙ্গীবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউটের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প পরিচালক প্রকৌশলী মোশাররফ হোসেন। অধ্যক্ষ প্রকৌশলী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রকৌশলী আনোয়ারুল কবির, মোজাম্মেল মৃধা, রেজাউল করিম, আমিনুল ইসলাম প্রমুখ। চাঁদপুর ॥ দেশব্যাপী জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি পৌরসভা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মঙ্গলবার বিকেল ৫টায় শহরের অঙ্গীকার পাদদেশে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। সংগঠনের জেলা শাখার সভাপতি আবুল কালাম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুবুল আলম লিপন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
×