ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লঞ্চের কেবিনে ঘুমন্ত স্ত্রীকে খুন

প্রকাশিত: ০৪:৩৭, ১৭ আগস্ট ২০১৬

লঞ্চের কেবিনে ঘুমন্ত স্ত্রীকে খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা থেকে বরিশালে আসা এমভি পারাবত-১০ লঞ্চের স্টাফ কেবিনে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী ও তার দুই সহযোগী। সোমবার রাত আড়াইটার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটলে লঞ্চের যাত্রী ও স্টাফরা ঘাতক স্বামীসহ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার ভোরে লঞ্চটি বরিশাল ঘাটে এলে আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। নিহত মিনা আক্তার (২১) কুমিল্লা জেলার হোমনা এলাকার বাসিন্দা ও শরীয়তপুর জেলার গোসাইরহাট গ্রামের বাসিন্দা হালিম পাটোয়ারীর পুত্র আনিসের স্ত্রী। লঞ্চের যাত্রী বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা এনামুল তালুকদার জানান, তিনি লঞ্চের তৃতীয় তলার ওই স্টাফ কেবিনের সামনের ডেকে অবস্থান করছিলেন। রাত আড়াইটার দিকে কেবিনের ভেতরে দুই যুবক প্রবেশ করার কিছুক্ষণ পরই নারীকণ্ঠে তিনি চিৎকার শুনতে পান। এর পর তিনিসহ লঞ্চের অন্য যাত্রী ও স্টাফরা কেবিনের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। প্রায় ঘণ্টাখানেক পর ওই দুই যুবক ও নিহতের স্বামী বের হয়ে যেতে চাইলে তারা আটক করে কেবিনের ভেতরে রক্তাক্ত অবস্থায় নারীর মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। আটককৃতরা হলো- নিহতের স্বামী আনিস, তার (আনিসের) চাচাত ভাই আবুল কালাম ও তার বন্ধু নওগাঁ জেলা সদরের বাসিন্দা সাঈদ হাসানের পুত্র তুষার। আটককৃতরা সবাই ঢাকার সাভারে থাকে। পাবনায় ইউপি সদস্য নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, সাঁথিয়া উপজেলার ধোপাদহে ইউপি সদস্য শাহ জামালকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জামাল পাইকশা গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি উপজেলার ধোপাদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য। সোমবার রাতে পাইকশা গ্রামে এ হত্যাকা- ঘটেছে। ধোপাদহ ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন খান জানিয়েছেন, সোমবার রাতে বাড়িতে ঘুমিয়েছিলেন জামাল। রাত ১২টার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে জামালকে কুপিয়ে পালিয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, বসতভিটা নিয়ে বিরোধের জেরে রাণীশংকৈলে মঙ্গলবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন এবং দু’জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতভিটার ৮ শতক জমি সহিদুলের সঙ্গে একই এলাকার নবাব ও দুলালের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে রাণীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামের সহিদুলের স্ত্রী পারভিন বাড়ির পাশে ছাই ফেলতে যায়। এ সময় প্রতিপক্ষের সঙ্গে বাগ্বিত-া ও মারপিট শুরু হয় এবং একপর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই পারভিন মারা যায়। এছাড়া গুরুতর আহত হয় তার স্বামী সহিদুল ও আশিরুল নামে এক প্রতিবেশী। গোপালগঞ্জে ছোট ভাই নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার পাঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহিদ শেখ (৩৫)। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ওমর আলী শেখের স্ত্রীকে গালিগালাজ করে জাহিদ শেখ। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই ওমর আলী লাঠি দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু ঘটে। মুন্সীগঞ্জে গাড়িচালকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শহরের জগদ্বাত্রীপাড়া থেকে কাশেম দেওয়ান (৩২) নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। কাশেম সদরের দক্ষিণ কেওয়া গ্রামের মৃত আলী আহমদ দেওয়ানের পুত্র। তিনি জগদ্বাত্রীপাড়ার মৃত মনির হোসেন তালুকদারের বাসায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, কাশেম পেশায় মাইক্রোবাসচালক। সোমবার রাতে ঘুমাতে যাওয়ার সময় কাশেম ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কারণে কথা কাটাকাটি হয়। এর পর যে যার রুমে ঘুমাতে চলে যায়। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কাশেম ঘুম থেকে উঠে বাইরে যায়। প্রায় আধা ঘণ্টা পর ফিরে এসে আবার নিজের ঘরে শুয়ে পড়ে। সাড়ে ৮টার দিকে তার বোন কলিংবেল টিপলে স্ত্রী দরজা খুলতে গিয়ে দেখে কাশেমের রুম ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করলেও কাশেম দরজা না খোলায় পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো কাশেমের লাশ উদ্ধার করে।
×