ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে এমডি নিয়োগ চূড়ান্ত

প্রকাশিত: ০৪:৩১, ১৭ আগস্ট ২০১৬

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে এমডি নিয়োগ চূড়ান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোনালী, অগ্রণী ও রূপালী- রাষ্ট্রায়ত্ত এই তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। যার মধ্যে কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা সিইও পদে, আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত নিয়োগ আদেশ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ডে পাঠানো হয়েছে। জানা যায়, রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের নিয়োগের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আরও জানান যায়, সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড এমডি নিয়োগে সম্মত হয়ে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠাবে। এরপর চিঠি দিয়ে ওই ব্যক্তিদের জানানো হবে। নতুন দায়িত্ব গ্রহণের আগে বর্তমানে কর্মরত ব্যাংকের দায়িত্ব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়ার শর্তে নিজ নিজ সুবিধা মতো তারা দায়িত্ব গ্রহণ করতে পারবেন। সম্প্রতি এ তিন জনের নিয়োগের বিষয়ে সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হলে সুপারিশে এমডিদের চাকরির মেয়াদ উল্লেখ না থাকায় তা ফেরত পাঠানো হয়। পরে অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব সংশোধন করে আবার পাঠানো হলে প্রধানমন্ত্রীর দফতর প্রস্তাব অনুমোদন করে। ফলে মঙ্গলবার চূড়ান্ত প্রস্তাব সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ডে পাঠানো হয়েছে।
×