ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বৈত নাগরিকত্ব

ইন্দোনেশিয়ার জ্বালানিমন্ত্রী বরখাস্ত

প্রকাশিত: ০৪:২৫, ১৭ আগস্ট ২০১৬

ইন্দোনেশিয়ার জ্বালানিমন্ত্রী বরখাস্ত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সোমবার তার জ্বালানিমন্ত্রী আর্কান্দ্রা তাহেরকে বরখাস্ত করেছেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্কের কয়েক দিনের মাথায় তাকে বরখাস্ত করা হলো। আর্কান্দ্রা তাহের ২০ বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। ইন্দোনেশিয়ার আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমতি নেই। অন্যদেশের পার্সপোট নিলে তাকে ইন্দোনেশিয়ার নাগরিকত্ব ত্যাগ করতে হবে। গত সপ্তাহান্তে জানা যায়, তাহের যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার পাসপোর্টধারী। এরপর তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন জোরালো হতে শুরু করে। তাহের চার বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। তবে তিনি ইন্দোনেশিয়ার পাসপোর্ট পরিত্যাগ করেননি। স্টেট সেক্রেটারি প্রাতিকনো বলেন, জ্বালানি ও খনি বিষয়ক মন্ত্রী তাহেরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট তাকে সম্মানজনকভাবে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এক টেলিভিশন ভাষণে বলেন, তাহেরকে বরখাস্তের আদেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে। নতুন জ্বালানিমন্ত্রী নিয়োগ না দেয়া পর্যন্ত সিনিয়র কেবিনেট মন্ত্রী লুহুত পান্দজাইতান এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। -এএফপি ট্যাটু হবে ট্র্যাকপ্যাড যুক্তরাষ্ট্রের এমআইটি মিডিয়া ল্যাব ও মাইক্রোসফট রিসার্চ গবেষকরা নতুন একটি পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন, যা আসলে এক ধরনের অস্থায়ী ট্যাটু। এটিকে টাচপ্যাডে ও ব্যবহারকারীর ত্বককে ট্র্যাকপ্যাডেও পরিণত করা যায়। এর মাধ্যমে ব্যবহারকারী দূর থেকে স্মার্টফোন নিয়ন্ত্রণ, গ্রাফিক সফটওয়্যার ব্যবহার করে সার্কিট নকশা তৈরি ও ডাটা শেয়ার করতে পারবে। -ভার্জ হোটেলে রেইন ফরেস্ট! দুবাই শহরে তৈরি হচ্ছে ৭৫ হাজার বর্গফুটের ৪৭ তলার একটি পাঁচতারা হোটেল। এর ২৬ তলায় থাকবে ৪৫০টি অতিথি ঘর, চোখ ধাঁধানো পাঁচটি ডাইনিং রুম, ভিআইপি লাউঞ্জের পাশাপাশি রেইন ফরেস্ট। ফরেস্টে থাকবে সমুদ্র সৈকত ও পুল। এছাড়া বিশ্বসেরা পাঁচতারা হোটেলে যা থাকে তার সবই থাকবে এ হোটেলের ফরেস্টে। তৈরি করতে খরচ হবে ২৩ কোটি পাউন্ড। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে উদ্বোধন হবে হোটেলটি। -মেট্রো অন্যরকম হয়রানির প্রতিবাদে পূর্ব লন্ডনের হ্যাকনি রোডের সেইনসবেরি স্টোর থেকে দুই সমকামী পুরুষকে বের করে দেয়ার প্রতিবাদে প্রায় শ’খানেক মানুষ ‘কিসাথন’ নামে অভিনব কর্মসূচী পালন করে। ওই স্টোরের এক নিরাপত্তা কর্মী থমাস রিজ ও যোশুয়া ব্র্যাডওয়েল নামে ওই সমকামী জুটিকে বলেন যে, এক নারী তাদের আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন, তাই তাদের ওই স্টোর থেকে বের হয়ে যেতে হবে। আর এ খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে প্রায় দুই শ’ মানুষ সমকামীদের রঙধনু পতাকা হাতে উপস্থিত হন ওই সুপার মার্কেটের সামনে। সেখানে তারা শনিবার রাতে নাচানাচি করেন এবং এরপর তারা একে-অপরকে চুম্বন করেন। এ ঘটনার পর তাদের সঙ্গে খারাপ আচরণের জন্য ওই জুটির কাছে সেইনসবেরি ক্ষমা চেয়েছে এবং তাদের ১০ পাউন্ডের একটি ভাউচারও দিয়েছে। -বিবিসি
×