ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সালমান খুরশিদের মন্তব্য ব্যক্তিগত’

বেলুচিস্তান প্রশ্নে মোদির কৌশল, কংগ্রেসের সমর্থন

প্রকাশিত: ০৪:২৪, ১৭ আগস্ট ২০১৬

বেলুচিস্তান প্রশ্নে মোদির কৌশল, কংগ্রেসের সমর্থন

কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগের জবাবে বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার বিষয়টি ভারতের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করার ধারণার প্রতি কংগ্রেস দল দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ ধারণার প্রতি বিরোধী দলটির সমর্থন এমন রাজনৈতিক মতৈক্যের সৃষ্টি করল, যা প্রতিবেশী পাকিস্তানের প্রতি ভারতের জাতীয় নীতি চূড়ান্তভাবে পাল্টে দিতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার নরেন্দ্র মোদি তার স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করার পর ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও বেলুচিস্তানের মধ্যে পার্থক্য নির্দেশ করেন। তিনি বলেন, বেলুচিস্তান পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এমন কি তিনি এ সতর্কবাণীও উচ্চারণ করেন যে, গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশের বিষয় উত্থাপন করা হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওপর ভারতের দাবি দুর্বল হয়ে যাবে। কিন্তু কংগ্রেস খুরশিদের মন্তব্যকে ব্যক্তিগত মত বলে অভিহিত করে। বেলুচিস্তানের বিষয়ে ভারতের সব কিছুই করার আছে বলে কংগ্রেস জোর দিয়ে উল্লেখ করে। খুরশিদ মোদির সমালোচনা করার কয়েক ঘণ্টা পর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেন, বেলুচিস্তানই হোক বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরেই হোক বা পাকিস্তানের অন্যান্য অংশেই হোক, সেখানে পাকিস্তানী সংস্থাগুলো ও সশস্ত্র বাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে। কংগ্রেস মনে করে, বেলুচিস্তানের মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র ও গণতান্ত্রিক ভিন্নমত রুদ্ধ করার বিষয়টি ভারতের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা উচিত। মোদির আগ্রাসি মনোভাব সমর্থন করতে কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণের কারণ নীতিগত বিচার-বিবেচনা নয় বরং অভ্যন্তরীণ রাজনীতির ওপর এর প্রভাব। কাশ্মীরে গোলযোগ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় এবং সেই সঙ্গে এক শত্রু রাষ্ট্রের মতো পাকিস্তানের আচরণ করায় ভারতীয়দের মনোভাব প্রতিবেশী দেশের প্রতি কড়া জবাব দেয়ার পক্ষেই ঝুঁকে পড়েছে। ইয়েমেনে হাসপাতালে সৌদি জোটের বোমায় নিহত ১১ ইয়েমেনের একটি হাসপাতালে সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের বোমাবর্ষণে অন্তত ১১জন নিহত ও অপর ২০ ব্যক্তি আহত হয়েছে বলে স্বাস্থ্য সূত্র জানিয়েছে। একই ধরনের হামলায় ১০ স্কুলশিক্ষার্থী নিহত হবার দু’দিনেরও কম সময়ের মধ্যে এই হতাহতের ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগের সৃষ্টি করেছে। প্যারিসভিত্তিক ডক্টরস উইদাউট বর্ডারস বা মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) টুইটারে জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজা প্রদেশের এ্যাবস হাসপাতালকে লক্ষ্য করে সোমবার ইয়েমেনের স্থানীয় সময় ১৫টা ৪৫ মিনিটে বিমান হামলা চালানো হয়। -এএফপি
×