ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে উস্কানির অভিযোগ ॥ এ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:২৪, ১৭ আগস্ট ২০১৬

কাশ্মীর ইস্যুতে উস্কানির অভিযোগ ॥ এ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা

মানবাধিকার গ্রুপ এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইন্ডিয়া চ্যাপ্টারের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে উস্কানির অভিযোগে মামলা করা হয়েছে। ব্যাঙ্গালুরুর একটি আদালতে এ বিষয়ে একটি এফআইআর হয়েছে। তবে এ্যামনেস্টি ইন্ডিয়া বলেছে তারা এফআইআরের কোন কপি পায়নি। প্রশ্ন ওঠেছে সংস্থাটি কেন এমন অনুষ্ঠান আয়োজন করল যা ভারতীয় সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এর ফলে এ্যামনেস্টি ইন্ডিয়াকে ‘ভারত বিরোধী’ ও ‘অপরাধমূলক কর্মকা-ে’ জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। খবর এনডিটিভির। কাশ্মীর পরিস্থিতি আলোচনার জন্য এ্যামনেস্টি ইন্ডিয়া শনিবার বেঙ্গালুরুতে এক বিতর্ক আয়োজন করে। এতে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল ছাত্র। বিতর্ক অনুষ্ঠানটি শেষ পর্যন্ত হট্টগোলপূর্ণ হয়ে ওঠে। কাশ্মীরী প-িত, নেতা ও সাবেক সাংবাদিক আরকে মাত্তো এক পর্যায়ে বলেন, ‘কাশ্মীরের সর্বত্র সেনা মোতায়েন আছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমাদের সেনাবাহিনী বিশ্বের অন্যতম সুশৃঙ্খল বাহিনী।’ তিনি এ কথা বলার পরপরই স্বাধীনতার দাবিতে সোচ্চার কাশ্মীরীরা তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে সেøাগান দিতে পারে। এ সময়ে বিতর্ক অংশগ্রহণকারীরা দুই ভাগে ভাগ হয়ে কলহে লিপ্ত হয়। অনুষ্ঠানে ভারত বিরোধী সেøাগান দেয়ায় সোমবার কর্নাটক পুলিশ একটি মামলা দায়ের করে। এর আগে রবিবার ক্ষমতাসীন বিজেপির আদর্শিক গুরু আরএসএসের সহযোগী ছাত্র সংগঠন এবিভিপি এ্যামনেস্টি ইন্ডিয়ার ওই অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে। তারা এই অনুষ্ঠানকে ‘দেশ বিরোধী’ আখ্যা দিয়ে পুলিশের কাছে অভিযোগ করে। অভিযোগের সঙ্গে অনুষ্ঠানের ভিডিও কপিও জমা দেয় এবিভিপি। বিতর্ক অনুষ্ঠানের উদ্দেশ্য ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হবে বলে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরামেশওয়ারা জানিয়েছে। এ্যামনেস্টি ইন্ডিয়া বলেছে, জম্মু ও কাশ্মীরে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা’ যেন ন্যায় বিচার পেতে পারেন সেই উদ্দেশে তারা ওই বিতর্ক আয়োজন করেছিলেন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘অনুষ্ঠানে পুলিশকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এখন আমাদের বিরুদ্ধে যে উস্কানির মামলা করা হয়েছে তা এটিই প্রমাণ করে যে ভারতে মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার প্রতি আস্থার ঘাটতি রয়েছে।’ কাশ্মীরে গুলিতে নিহত ৪ ॥ ভারতশাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের রাইপানতান এলাকার রাস্তায় কার্ফু উপেক্ষা করে বিক্ষোভ করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মঙ্গলবার চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানায়। খবর এএফপির। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। এ পর্যন্ত রাজ্যটিতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। যাদের অধিকাংশই যুবক। আহত হয়েছে অন্তত ৫ হাজার লোক। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছেন।
×