ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুশ প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা

আলেপ্পোয় যৌথ অভিযানে যাচ্ছে মস্কো ও ওয়াশিংটন

প্রকাশিত: ০৪:২৪, ১৭ আগস্ট ২০১৬

আলেপ্পোয় যৌথ অভিযানে যাচ্ছে মস্কো ও ওয়াশিংটন

সিরিয়ার আলেপ্পোয় জঙ্গীদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার একেবারে কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুরের উক্তির উদ্বৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো সোমবার এ তথ্য জানিয়েছে। খবর ডন অনলাইনের। শোইগুর বিবৃতি এক বিস্ময়ের সৃষ্টি করেছে। কারণ রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ সংঘাতে ভিন্ন ভিন্ন পক্ষকে সহযোগিতা করে যাচ্ছে। অথচ দুটি দেশই সিরিয়ার জন্য কোন রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় অংশ নিচ্ছে। শোইগু রশিয়া টুয়েন্টি ফোর টেলিভিশনে বলেছেন, আমরা ক্রমেই এমন এক পরিস্থিতির কাছাকাছি পৌঁছেছি, যেখানে আমরা জঙ্গীদের বিরুদ্ধে একত্রে লড়াই শুরু করতে পারি যাতে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং আমি এখানে কেবল আলেপ্পোর বিষয়েই কথা বলছি। শনিবার গৃহীত এ সাক্ষাতকারে শোইগু বলেন, শহরটির ব্যাপারে আলোচনার জন্য মস্কো আরও এগিয়ে এসেছে। তিনি বলেন, মস্কো ও ওয়াশিংটন আলেপ্পো পরিস্থিতি বিষয়ে অত্যন্ত প্রতিকূল অবস্থায় রয়েছে এখনও। তিনি শহরের বেসামরিক নাগরিকদের জিম্মি করার জন্য এবং বর্বর আত্মঘাতী বোমা হামলার জন্য বিদ্রোহীদের অভিযুক্ত করেন। প্রতিরক্ষামন্ত্রী এ কথাও বলেন যে, রুশ বিমানগুলো ও সিরীয় সৈন্যরা আলেপ্পো অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। সাক্ষাতকারটি শনিবারের হলেও প্রকাশিত হয় সোমবার। শোইগু নাগরিকদের পালিয়ে যাওয়ার রাশিয়া প্রতিষ্ঠিত রুটে বোমা পুঁতে রাখার জন্য এবং তাদের হত্যার জন্য বিদ্রোহীদের অভিযুক্ত করেন। তিনি বলেন, শহরের পূর্বাংশে নাগরিকরা জিম্মি হয়ে আছে। মস্কো বিদ্রোহী অধিকৃত এলাকগুলোতে অবরোধ আরোপ করেছে বলে যে অভিযোগ আনা হয়েছে তা তিনি উড়িয়ে দেন। তিনি এ অভিযোগকে অসত্য ও প্রচারণা বলে উল্লেখ করেন। তিনি বলেন, যেখানে অনেক সমস্যা রয়েছে এবং আামাদের আমেরিকান সহকর্মীদের সঙ্গে এখানও যেগুলোর ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। আমরা এখন আমেরিকান সহকর্মীদের সঙ্গে আলোচনা শুরু করার ব্যাপারে অত্যন্ত এক সক্রিয় পর্যায়ে রয়েছি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরীয় জঙ্গীরা সমবেত হওয়ার জন্য আলেপ্পোর চারপাশে এক অস্থায়ী অস্ত্রবিরতি পালন করেছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরীয় সঙ্কট সমাধানে তুরুস্ক ও সৌদি আরবকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি সংবাদ সংস্থা আরআইএকে বলেছেন, দুটি দেশের এজন্য আলোচনার টেবিলে বসা উচিত। তিনি বলেন, তিনি মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় সিরীয় বিরোধীপক্ষের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন। সিরীয় সরকারী সৈন্যরা সোমবার আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে বিদ্রোহীদের এক নতুন হামলা প্রতিহত করেছে এবং তাদের একদিন আগে অধিকৃৃত অবস্থান থেকে হটিয়ে দিয়েছে। আলেপ্পোর চারপাশে তীব্র লড়াই চলছে এবং শহরে ও পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে সিরীয় ও রুশ বিমান হামলা জোরদার করা হয়েছে। জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইতোমধ্যে এক আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। সিরীয় সরকার বিদ্রোহীদের অধিকৃত ইদলিব প্রদেশে ও তুরস্কের মধ্যকার সীমান্তপথে বিদ্রোহীদের পরিবহনকারী একটি বাসে জঙ্গীরা এ হামলা চালালে ৩০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। আহমেহ সীমান্তপথে এ হামলায় নিহতের সংখ্যা ৩২-এ পৌঁছেছে বলে সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে। সংস্থা মনে করেছে, নিহতের সংখ্যা আরও বাড়বে।
×