ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মারজানের বাবা নিজাম উদ্দিন পাবনায় আটক

প্রকাশিত: ০৮:০৯, ১৬ আগস্ট ২০১৬

মারজানের বাবা নিজাম উদ্দিন পাবনায় আটক

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৫ আগস্ট ॥ গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলার মাস্টারমাইন্ড মারজানের পরিচয় মিলেছে। ‘মারজান’ নামে সাংগঠনিকভাবে পরিচিত এই মাস্টারমাইন্ডের আসল নাম নুরুল ইসলাম (২৩)। মারজান পাবনা শহরের উপকণ্ঠের পাইটকাবাড়ি গ্রামের নিজাম উদ্দিন ও সালমা খাতুনের ছেলে। তার বাবা হোসিয়ারি শ্রমিক। মারজানরা ৫ ভাই ও ৫ বোন। সে ভাইদের মধ্যে মেজো। পুলিশ সোমবার সন্ধ্যায় মারজানের বাবা নিজাম উদ্দিনকে বাড়ি থেকে গ্রেফতার করেছে। এলাকাবাসী জানিয়েছেন মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৩ বছর যাবৎ সে নিখোঁজ। বিভিন্ন সূত্রে জানা গেছে, পাবনা শহরের আলিয়া মাদ্রাসা থেকে সে জিপিএ-৫ পেয়ে আলিম পাস করে। এরপর সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মারজানের বোন আফিয়া সুলতানা আশা জানান, গত ৮ মাস ধরে আমার ভাই পরিবার থেকে বিচ্ছিন্ন। সে খুব ভাল ছাত্র ছিল। তাকে যারা জঙ্গী বানিয়েছে আমি তাদের বিচার চাই। তবে পাবনা পুলিশ মারজানের গ্রেফতার সম্পর্কে কোন কিছু জানাতে অস্বীকার করে। পাবনার এসপি আলমগীর কবির বলেছেন, বিভিন্ন সংস্থা এই বিষয়টি নিয়ে কাজ করছে আমাদের জানা নেই। নিজাম উদ্দিনের গ্রেফতার বিষয়ে কোন মন্তব্য করতে তিনি রাজি হননি।
×