ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় মহিউদ্দিনের মেজবান পণ্ড

প্রকাশিত: ০৭:৪২, ১৬ আগস্ট ২০১৬

টুঙ্গিপাড়ায় মহিউদ্দিনের মেজবান পণ্ড

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ আগস্ট ॥ জাতির পিতার ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারী ডিগ্রী কলেজ মাঠে চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেজবান অনুষ্ঠান প- হয়ে গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং খাবার ফেলে দেয়। অনুষ্ঠানে দায়িত্বে থাকা বেশকিছু কর্মী আহত হয় বলে জানা যায়। চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব ওসমান গণি জানিয়েছেন, মেজবান অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান সরকারী ডিগ্রী কলেজ মাঠে ৩০ হাজার মুসলিম অতিথি এবং বালাডাঙ্গা স্কুল মাঠে ৮ হাজার হিন্দু অতিথির খাবারের ব্যবস্থা করা হয়। বেলা এগারোটার দিকে খাবার পরিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া ত্যাগ করার ঘণ্টাখানেক পর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ মাঠে শাহেদ নামে একটি ছেলেসহ বেশকিছু যুবক ছাত্রলীগের পরিচয় দিয়ে মেজবান অনুষ্ঠানে প্রবেশ করে এবং আয়োজক কর্মীদের সঙ্গে নানা বাক-বিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাসের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানে ভাঙচুর চালায়। তিনি আরও জানান, ছাত্রলীগের ছেলেরা টেবিল-চেয়ার ভাঙচুর ও আয়োজক কর্মীদের মারধর করে এবং ৫৫ ডেকচি ভাত, ৫৫ ডেকচি গরুর মাংস, ১৫ ডেকচি ডাল ও ৪ ডেকচি নিহারী নষ্ট করে। এ সময় ওই অনুষ্ঠানের দায়িত্বে থাকা শতাধিক নেতাকর্মী আহত হয়। ঘটনার সময় এবিএম মহিউদ্দিন চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় আমন্ত্রিত অতিথিরা হতভম্ব হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ কয়েকজন দ্রুত সেখানে গেলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে টুঙ্গিপাড়ার ওসি মাহমুদুল হক জানিয়েছেন, ঘটনার বিষয়টি জেনেছি। কোন আহত, নিহত, মামলা-মোকদ্দমা বা আটক নেই।
×