ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হ্যামার থ্রোয়িংয়ে আনিতার স্বর্ণ

প্রকাশিত: ০৭:৪০, ১৬ আগস্ট ২০১৬

হ্যামার থ্রোয়িংয়ে আনিতার স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ আনিতা লডারচ্যাকের সৌজন্যে রিও অলিম্পিকে নিজেদের দ্বিতীয় স্বর্ণের স্বাদ পেল পোল্যান্ড। সোমবার ‘উইমেন্স’ হ্যামার থ্রোয়িংয়ে (হাতুড়ি নিক্ষেপ) পোলিশদের দারুণ এ সাফল্যে ভাসিয়েছেন ৩১ বছর বয়সী প্রমীলা। সর্বোচ্চ ৮২.৯২ মিটার দূরত্ব নিয়ে স্বর্ণ জেতেন তিনি। ৭৪.৫৪ ও ৭৩.৭১ মিটার ব্যবধানে হ্যামার ছুড়ে এ বিভাগের রুপা ও ব্রোঞ্জ মেডেল গলায় ঝুলিয়েছেন যথাক্রমে চীনের জ্যাং ওয়েন জু এবং গ্রেট বৃটেনের সোফিয়া হিকেন। ২ স্বর্ণ, ১ রুপা ও ২ ব্রোঞ্জে ৫ পদক নিয়ে রিওতে ১৭তম স্থানে পোল্যান্ড। সুঠাম দেহ ও সোনালী চুলের অধিকারী আনিতা যে ভাল কিছু করবেন সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। ২০১২ লন্ডন অলিম্পিকে অল্পের জন্য স্বর্ণ হাতছাড়া হয়, রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল সেবার। এবার সেই আক্ষেপ ঘোচালেন ২০০৯ ও ২০১৫ উইমেন্স এ্যাথলেটিকসে বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবধারী এই থ্রোয়ার। স্বর্ণ গলায় ঝুলিয়ে আনিতা তাই উচ্ছ্বসিত,‘আমি ছোটবেলা থেকে এই দিনটার স্বপ্ন দেখতাম। ২০০৯ চ্যাম্পিয়নশিপ জয়ের পর লন্ডনে পারব বলে আশা ছিল, কিন্তু অল্পের জন্য হয়নি। একটু দেরিতে হলেও এ প্রাপ্তি দারুণ আনন্দের। দেশকে অলিম্পিক স্বর্ণ উপহার দিতে পেরে খুবই ভাল লাগছে।’ রিওর ফাইনালে নিজের সেরা দূরত্ব অতিক্রম করেই শেষ হাসি হাসলেন তিনি।
×