ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভূগোল ও পরিবেশ

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৩, ১৬ আগস্ট ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২১. পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়- র. নিউফাউন্ডল্যান্ডের উপকূলে রর. জাপান উপকূলে ররর. ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২.কোন বলের প্রভাবে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো সুর্যের চারদিকে ঘুরছে? ক) অভিকর্ষ বল খ) মাধ্যাকর্ষণ বল গ)মহাকর্ষ বল ঘ) কেন্দাতিগ বল ২৩.কোন দেশগুলোতে পোশাক শিল্প বেশি গড়ে উঠেছে? র. বাংলাদেশ রর. ভারত ররর. চীন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. পলিমাটির বৈশিষ্ট্য কীরূপ- ক) বালি মিশ্রিত খ) কর্তমাক্ত গ) নরম বালি এ কাদা মিশ্রিত ঘ) পানির সংস্পর্শে দ্রবণে পরিণহত হয় ২৫. খরার প্রভাবে দেখা দেয় – র. দুর্ভিক্ষ রর. অসুখের প্রাদুর্ভাব ররর. অগ্নিকান্ডের উপদ্রব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. সর্বশেষ কোন সালে হ্যালির ধূমকেতু দেখা যায়? ক) ১৯৮৩ সালে খ) ১৯৮৬ সালে গ) ১৯৮৯ সালে ঘ) ১৯৯৩ সালে ২৭. সর্বপ্রথম এওঝ আবিষ্কৃত হয় কত সালে? ক) ১৯৬২ সালে খ) ১৯৬৩ সালে গ) ১৯৬৪ সালে ঘ) ১৯৬৫ সালে ২৮. অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়- র. কৃষিকাজ রর. শহর ও নগর ররর. বনজ সম্পদ ও খনিজ সম্পদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. একটি স্থানের দ্রাঘিমা ৯০০ পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত? ক) ২ ঘন্টা ২০ মিনিট খ) ১ ঘন্টা গ) ১ ঘন্টা ২০ মিনিট ঘ) সময়ের ব্যবধান হবে না ৩০. কোন পদ্ধতিতে পানি বাষ্কাকারে উপরে ওঠে? ক) সমপাতন খ) বাষ্মীভবন গ) ঘনীভবন ঘ) ঊর্ধ্বপাতন ৩১. রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী পরিবহনে? ক) সেবা কর্ম খ) শ্রমিক গ) পণ্য ঘ) ভারী দ্রব্য ৩২. উল্কার ছুটে চলার গতি সেকেন্ডে কত কিলোমিটার? ক) প্রায় ২ কিলোমিটার খ) প্রায় ৩ কিলোমিটার গ) প্রায় ৪ কিলোমিটার ঘ) প্রায় ৫ কিলোমিটার ৩৩.পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে? ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত ৩৪.বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়? ক) হেলিকপ্টার খ) উঁচু পাহাড় গ) বিমান ঘ) উঁচু দালান ৩৫. বন্যা ক্ষতি করে – র. জীবনের রর. সম্পদের ররর. পরিবেশের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. বন সংরক্ষণের যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে – র. পাহাড় ও খাস জমিতে বনের পরিমাণ বাড়ানো রর. কাঠভিত্তিক শিল্পকারখানা স্থাপন ররর. সড়ক, রেলপথ ও বাঁধের পাশে বনায়ন তৈরি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? ক) বৃহস্পতি খ) শনি গ) মঙ্গল ঘ) ইউরেনাস সঠিক উত্তর: ২১. (ক) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (খ)
×