ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন বেয়ার্ন, বার্সিলোনার অপেক্ষা

প্রকাশিত: ০৬:২৩, ১৬ আগস্ট ২০১৬

চ্যাম্পিয়ন বেয়ার্ন, বার্সিলোনার অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বেয়ার্ন মিউনিখ। আর একই স্বাদ দিয়ে মৌসুম শুরুর অপেক্ষায় বার্সিলোনা। রবিবার রাতে জার্মান সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে বেয়ার্ন। অন্যদিকে স্প্যানিশ সুপার কাপে ট্রফি জয়ের অপেক্ষায় আছে বার্সা। সেভিয়ার মাঠে প্রথম লেগের ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। বুধবার ন্যুক্যাম্পে হবে দ্বিতীয় লেগের ম্যাচ। শিরোপা জিতে মৌসুম শুরু করতে পেরে খুশি বেয়ার্ন পরিবার। কোচ কার্লো আনচেলোত্তির নেতৃত্বে ট্রফি জিতে আত্মবিশ্বাসীও তারা। এর আগে পেপ গার্ডিওলা কোচ থাকাকালীন জার্মান সুপার কাপের শিরোপা একবারও জিততে পারেনি বাভারিয়ানরা। ডর্টমুন্ডের মাঠে খেলা হওয়ায় স্বাগতিকরা বেশ দাপট দেখায়। কিন্তু বেয়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরের অসাধারণ দক্ষতায় শেষ পর্যন্ত কোন গোলের দেখা পায়নি ডর্টমুন্ড। ম্যাচের প্রথমার্ধ কোন গোল হয়নি। বিরতির পর ৫৮ মিনিটে চিলির ফরোয়ার্ড আর্টুরো ভিদালের গোলে এগিয়ে যায় বেয়ার্ন। ৭৯ মিনিটে বিজয়ী দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান তারকা টমাস মুলার। এ ম্যাচে গত মৌসুমে ডর্টমুন্ডে খেলা ম্যাট হ্যামেলস বেয়ার্নের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলেন। অন্যদিকে বেয়ার্ন থেকে নিজের আগের ক্লাব ডর্টমুন্ডে ফিরে গেছেন মারিও গোয়েটজে। স্প্যানিশ সুপার কাপের ম্যাচে নিজেদের মাঠে প্রথমার্ধে ভালই দাপট দেখায় সেভিয়া। বেশ কয়েকবার ভীতি ছড়ায় বার্সিলোনার রক্ষণভাগে। যদিও পরিষ্কারভাবে সৃষ্টি করতে পারেনি কোন গোলের সুযোগ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। প্রথম ৪৫ মিনিটে বার্সিলোনা ধাক্কা খেয়েছে অন্যভাবে। ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়তে হয় আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরোম ম্যাথিউকে। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতালানরা। ৫৪ মিনিটে আরডা টুরানের পাস থেকে বল পেয়ে জালে জড়ান লুইস সুয়ারেজ। ৮১ মিনিটে বার্সা ব্যবধান দ্বিগুণ করে। লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড মুনির আল হাদ্দাদি। শিরোপা জয়ের জন্য সেখানে নিজেদের সর্বোচ্চটাই দিতে চান সুয়ারেজ। উরুগুইয়ান তারকা বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা একটা গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। আমরা কিছুটা এগিয়েও গেছি। কিন্তু দ্বিতীয় লেগে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। গত মৌসুমে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হয়েছিল বার্সিলোনার। এবার তাই বাড়তি সতর্কতাই অবলম্বন করছে কাতালানরা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১১টি সুপার কাপ জিতেছে বার্সা। ৯টি শিরোপা জিতেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
×