ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোল্টের পর ট্র্যাক এ্যান্ড ফিল্ডের রাজা ওয়েড?

প্রকাশিত: ০৬:২১, ১৬ আগস্ট ২০১৬

বোল্টের পর ট্র্যাক এ্যান্ড ফিল্ডের রাজা ওয়েড?

স্পোর্টস রিপোর্টার ॥ অনন্য সাধারণ অর্জন। পুরুষদের ৪০০ মিটার দৌড়ের রাজা ছিলেন এতদিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি স্প্রিন্টার মাইকেল জনসন। ১৯৯৯ সালে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। অবশেষে ১৭ বছর পর চলমান রিও অলিম্পিকে জনসনের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ দৌড়বিদ ওয়েড ভ্যান নিকার্ক। সবাইকে চমক দেখিয়ে পুরুষদের ৪০০ মিটার স্প্রিন্টের স্বর্ণপদক জিতে নিয়েছেন ২৪ বছর বয়সী ওয়েড। বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত ট্র্যাক এ্যান্ড ফিল্ডের লড়াইয়ে ওয়েড ফিনিশিং লাইন স্পর্শ করেন ৪৩.০৩ সেকেন্ডে। এতেই তিনি রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান। এটি অলিম্পিকের তো রেকর্ডই, বিশ্বরেকর্ডও। গত বছর এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের লাশন মেরিট ও গ্রানাডার কিরানি জেমসকে হারিয়ে প্রথম হয়েছিলেন ওয়েড। এবার অলিম্পিকেও ৪০০ মিটার ইভেন্টের পদকের জন্য লড়াইটা হয়েছে এ তিনজনের মধ্যে। তবে ওয়েড অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন অনেক সময়ের ব্যবধানে। ৪৩.৭৬ সেকেন্ডে দৌড় শেষ করে রৌপ্যপদক জিতেছেন জেমস। আর ব্রোঞ্জপদক জয়ী মেরিটের টাইমিং ৪৩.৮৫ সেকেন্ড। ৪০০ মিটার দৌড়ের রেকর্ডটি দীর্ঘদিন ধরেই ছিল জনসনের দখলে। ১৯৯৯ সালে ৪৩.১৮ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এই স্প্রিন্টার। কিন্তু এবারের অলিম্পিকে সেই রেকর্ড ভেঙ্গে দিলেন দক্ষিণ আফ্রিকার ওয়েড। গতিদানব উসাইন বোল্টের অবসরের পর ওয়েডকেই এ্যাথলেটিক্সের নতুন তারকা মনে করা হচ্ছে। এই ঘোষণা দিয়ে রেখেছেন স্বয়ং জনসনই। নিজের রেকর্ড ভেঙ্গে যাওয়া দেখেছেন জনসন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিংবদন্তি স্প্রিন্টার বলেন, ভ্যান নিকার্কের বয়স খুবই কম। সে আরও কি করতে পারবে? ৪৩ সেকেন্ডের কমে দৌড় শেষ করতে পারবে? একসময় আমি ভেবেছিলাম যে সেটা করতে পারবে। কিন্তু সেটা কখনই হয়নি। উসাইন বোল্ট খুব দ্রুতই অবসরে যাবে। তারপর নিকার্কই হয়ে উঠতে পারে নতুন তারকা। বোল্ট নিজেও আশাবাদী নিকার্ককে নিয়ে। দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী এই স্প্রিন্টার যে রেকর্ড গড়তে পারবে, সেটা বিশ্বাস করতেন বোল্টও। ১০০ মিটার ইভেন্টের স্বর্ণপদক জয়ের পর নিকার্ককে অভিনন্দনও জানিয়েছেন জ্যামাইকান এ্যাথলেট। এ প্রসঙ্গে নিকার্ক বলেন, উসাইন বোল্ট একজন এ্যাথলেট হিসেবে আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন। জ্যামাইকাতে তিনি আমাকে বলেছিলেন যে, তুমি বিশ্বরেকর্ড গড়তে পারবে। আজও (সোমবার) তিনি আমার কাছে এসে বলেছেন, আমি তোমাকে বলেছিলাম যে তুমি পারবে। দক্ষিণ আফ্রিকান তরুণ আরও বলেন, আমার বিশ্বাস ছিল, আমি বিশ্বরেকর্ড গড়তে পারব। আমি এই পদক জয়ের স্বপ্ন দেখেছি সারা জীবন। ১৯৯৬ ও ২০০০ সালের অলিম্পিকে স্বর্ণপদক জেতা যুক্তরাষ্ট্রের জনসন নিকার্কের দৌড় দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। বিশ্বের অন্যতম সেরা স্প্রিন্টার হিসেবে বিবেচিত জনসন বলেন, ওহ মাই গড! আট নম্বর লেন থেকে বিশ্বরেকর্ড। আমি ২০০ মিটার থেকে ৪০০ মিটার পর্যন্ত এমন কিছু কখনও দেখিনি। বেজিংয়ে গত বিশ্বচ্যাম্পিয়শিপেও মেরিট ও জেমসকে পেছনে ফেলেছিলেন নিকার্ক। এবার অলিম্পিকে দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পেছনে ফেললেন কিংবদন্তি জনসনকেও। নিকার্কই বিশ্বের একমাত্র এ্যাথলেট যিনি ১০০ মিটার ১০ সেকেন্ড, ২০০ মিটার ২০ সেকেন্ড ও ৪০০ মিটার ৪৪ সেকেন্ডের নীচে দৌড়াছেন। ধারণা করা হচ্ছে, বিশ্বের অন্যতম সেরা এ্যাথলেট উসাইন বোল্ট অবসরে যাবেন শীঘ্রই। তবে বিশ্ব সম্ভবত পেয়ে গেছে আগামীর তারকাকে। নিকার্ককেই বলা হচ্ছে সেই আগামীর তারকা।
×