ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুক্রবার দেশে ফিরছেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:২০, ১৬ আগস্ট ২০১৬

শুক্রবার দেশে ফিরছেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডনে অস্ত্রোপচার হওয়া মুস্তাফিজুর রহমান শুক্রবার দেশে ফিরতে পারেন। তিনি যে বাসায় অবস্থান করছেন সেখান থেকেই একটি বিশ্বস্ত সূত্র এমনটা জানিয়েছে। বৃহস্পতিবার লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন ডা. এন্ড্রু ওয়ালেসের অধীনে মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সার্বক্ষণিক তার সঙ্গী হন। দেখা করেন বোর্ড প্রধান নাজমুল হাসানও। জানা গেছে, দেশে ফেরার আগে তাকে আরও একবার ডা. ওয়ালেসের সঙ্গে দেখা করতে হবে, সম্ভাব্য তারিখটা বুধবার। ডাক্তারের গ্রীন সিগন্যাল মিললে তার একদিন পরই দেশের উদ্দেশ্যে রওনা হবেন ‘সেনসেশনাল’ এই টাইগার-পেসার। সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ২০ বছর বয়সী মুস্তাফিজ। অস্ত্রোপচারের পর থেকে তিনি পূর্ব লন্ডনের ডেগেনহামে এক বাংলাদেশীর বাসায় অবস্থান করছেন। সাধারণত এই ধরনের অস্ত্রোপচারের পর কোন ক্রিকেটারের মাঠে ফিরতে অন্তত ৫-৬ মাসের মতো সময় লাগে। সে হিসেবে অক্টোবরে ঘরের মাটিতে আসন্ন ইংল্যান্ড সিরিজ, এমন কি নিউজিল্যান্ড সফরও (ডিসেম্বর-জানুয়ারি) মিস করতে পারেন তিনি। আশাবাদ ব্যক্ত করে দু’দিন আগে চিকিৎসক দেবাশীষ অবশ্য বলেছিলেন, নিউজিল্যান্ড সিরিজেই ফিরতে পারেন ক্রিকেটে হালের এই আলোচিত পেস তারকা।
×