ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে ইতিহাস গড়লেন মারে

প্রকাশিত: ০৬:১৯, ১৬ আগস্ট ২০১৬

অলিম্পিকে ইতিহাস গড়লেন মারে

স্পোর্টস রিপোর্টার ॥ শতবছরের অলিম্পিক ইতিহাসে যা কেউ অর্জন করতে পারেনি তাই করে দেখালেন এ্যান্ডি মারে। একমাত্র খেলোয়াড় হিসেবে টেনিসের পুরুষ এককের অলিম্পিক স্বর্ণ ধরে রাখার কৃতিত্ব দেখালেন ব্রিটেনের এই তারকা। রিও’র দর্শকরা দেখল এক অনন্য কীর্তি গড়ে আবেগে কাঁদলেন মারে। অলিম্পিকে প্রথমবারের মতো এককে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি। মারের এই গর্বের কান্নায় আবেগে ভাসলেন দর্শকরাও। ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও স্বর্ণ পদক জিতেছিলেন মারে। এবার রিও’র মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ সেটে হারিয়ে রিও অলিম্পিকে টেনিসের এককে আবারও সোনা জিতে নিলেন মারে। দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে চলল ম্যাচ। ম্যাচ শেষে পরাজিত দেল পোত্রো আবেগে জড়িয়ে ধরলেন মারেকে। এমন কীর্তি যিনি গড়তে পারেন তাকে প্রতিপক্ষ এমন সম্মান আর ভালবাসা দিবে এটাই তো স্বাভাবিক। পুরো ম্যাচে মারে এইস মেরেছেন ১০টি, উইনার ৪৬টি। উইনারের হিসেবে অবশ্য দেল পোত্রোও খুব পিছিয়ে ছিলেন না, আর্জেন্টাইন তারকার উইনার ৩৯টি। কিন্তু ৫৭ আনফোর্সড এরর করে নিজের খেলাটাকে নিজেই কঠিন করে ফেলেছিলেন। কবজিতে একের পর এক অস্ত্রোপচারের ফলে ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া পোত্রোকে খুব ক্লান্ত লাগছিল এদিন। তবে তার এই প্রত্যাবর্তনকেও সম্মান জানাতে ভুলেননি মারে। সমর্থন দিয়েছেন গ্যালারিতে থাকা দর্শকরাও। শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট পরলেন মারে। ফেদেরার-জোকোভিচদের দাপটের পরও নিজের জন্য স্বতন্ত্র এক ইতিহাস তৈরি করলেন তিনি। এদিকে নতুন ইতিহাস গড়তে পারলেন না ভেনাস উইলিয়ামস। টেনিসের তিনটি ইভেন্টে স্বর্ণ জয়ের রেকর্ডের হাতছানি ছিল সামনে। কিন্তু রিও অলিম্পিকের মিক্সড ডাবলস ফাইনালে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হতাশায় ডুবতে হয় সাবেক নাম্বার ওয়ান তারকাকে। স্বদেশী বেথানি মাতেক স্যান্ডস-জ্যাক সক জুটির বিপক্ষে রাজিব রামকে নিয়ে প্রথম সেটটি ৭-৬ (৭-৩) গেমে জিতে নেন ভেনাস। দ্বিতীয় সেটটি ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন। একতরফাভাবেই ৬-১ গেমের জয়ে ঘুরে দাঁড়ান বেথানি ও জ্যাক। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ১০-৭ পয়েন্টে হেরে রৌপ্য পদক জিতেই সন্তুষ্ট থাকতে হয় মার্কিন আইকনকে। স্বর্ণ না জিতলেও রেকর্ড বুকে ঠিকই জায়গা করে নেন ভেনাস। দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে পাঁচটি অলিম্পিক পদক জিতে প্রয়াত ব্রিটিশ তারকা ক্যাথলিন ম্যাককেন গডফ্রির পাশে নাম লিখিয়েছেন সাতবারের গ্র্যান্ডসøাম জয়ী ভেনাস। এককে ২০০৪ সালে ও ডাবলসে তিনবারের স্বর্ণপদক বিজয়ী ভেনাসের মিডক্স ডাবলসের স্বর্ণ অধরাই থেকে গেল। রিওতে এবার এককের পর সেরেনা উইলিয়ামসের সঙ্গে নারী দ্বৈতেও প্রথম রাউন্ডেই অঘটনের শিকার হন তিনি। তবে পাঁচটি গ্র্যান্ডসø্যাম জয়ী মার্টিনা হিঙ্গিস ও তার সুইস সঙ্গী তিমেয়া বাচসিন্সকিকে হারিয়ে মেয়েদের দ্বৈত টেনিসে স্বর্ণ পদক জয় করে নিলেন রাশিয়ার একাটেরিনা মাকারোভা ও এলেনা ভেসনিনা। বগুড়ায় সেরা সাঁতারু বাছাই স্পোর্টস রিপোর্টার ॥ ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশে’র কার্যক্রমের তারই ধারাবহিকতায় মঙ্গলবার বগুড়ায় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বাছাই করা সেরা সাঁতারুদের ঢাকায় নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৪টি গ্রুপ রয়েছে। প্রথম পর্বের বাছাই ২ অক্টোবর পর্যন্ত চলবে। উপজেলা ও জেলাপর্বে ধাপে ধাপে সাঁতারু নির্বাচন করা হবে। এভাবে ৬৪ জেলা হতে মোট এক হাজার প্রতিভাবান সাঁতারু বাছাই করে ঢাকায় নেয়া হবে। প্রথমপর্বে প্রতি জেলার ২০ জন করে সাঁতারুকে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেয়া হবে।
×