ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৩০২১ জনের দীর্ঘদিনের বঞ্চনা কিছুটা লাঘব

ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের সম্মানী ভাতা শতভাগ বৃদ্ধি

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ আগস্ট ২০১৬

ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের সম্মানী ভাতা শতভাগ বৃদ্ধি

ওয়াজেদ হীরা ॥ অবশেষে কিছুটা দুঃখ লাগব হচ্ছে ডাক বিভাগের অবিভাগীয় হিসেবে ভাতাপ্রাপ্ত কর্মচারীদের। সরকার এ সকল কর্মচারীর সম্মানী শতভাগ বৃদ্ধি করেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সুপারিশে অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ডাক বিভাগে কর্মরত মোট কর্মকর্তা-কর্মচারীর মধ্যে একটি বৃহৎ অংশ ২৩০২১ জন এ অবিভাগীয় কর্মচারী হিসেবে সেবা দিয়ে আসছেন। ডিজিটাল হচ্ছে দেশ। তাই ডাক বিভাগকেও আধুনিক করে গড়ে তোলার জন্য সরকার এই কর্মচারীদের প্রতি সুনজর দিয়েছে, যাতে আরও ভাল সেবা দিতে পারে এই কর্মচারীরা। বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) প্রবাস চন্দ্র সাহা। ডাক বিভাগের মহাপরিচালক জনকণ্ঠকে বলেন, আমরা আমাদের এই ভাতাপ্রাপ্ত কর্মচারীদের কথা মন্ত্রণালয়কে অবহিত করেছি। কে কত ভাতা পান তা জানিয়ে ভাতা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় সুপারিশ করেছিল। সরকার সে মোতাবেক সিদ্ধান্ত নিয়েছে। তবে এ শতভাগ বৃদ্ধিই এখন পর্যন্ত সর্বোচ্চ বলেও জানান তিনি। সেই সঙ্গে তিনি আরও জানান, চলতি আগস্টের ৮ তারিখ হতে এটি কার্যকর করা হবে। অবিভাগীয় সকল কর্মচারীদের ভাতা বৃদ্ধির পর কাজেও অনেক গতি আসবে বলে যোগ করেন মহাপরিচালক। ডাক বিভাগের প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে সারাদেশে সর্বমোট ৯ হাজার ৮৮৬টি ডাকঘর রয়েছে। যার মধ্যে বিভাগীয় ডাকঘরের সংখ্যা ১৪২৬ এবং অবিভাগীয় ডাকঘরের সংখ্যা ৮৪৬০টি। যেখানে কর্মরত আছেন ৩৯৯০৭ জন কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে ভাতাপ্রাপ্ত বা অবিভাগীয় কর্মচারীর সংখ্যা ২৩০২১ জন। সংখ্যার বিচারে ভাতাপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা বেশি হলেও এরাই সবচেয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় দিন পার করছেন। অবিভাগীয় হিসেবে ভাতাপ্রাপ্ত কর্মচারীর মধ্যে এক্সট্রা ডিপার্টমেল্টাল এজেন্ট পোস্টমাস্টার (ইডিএসপিএম) সংখ্যা ৩২২ জন, এক্সটা ডিপার্টমেন্টাল এজেন্ট (ইডিএ) ৮১৩৮ জন, এক্সট্রা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট (ইডিডিএ) ৭২৫৩ জন, এক্সট্রা ডিপার্টমেন্টাল মেইল ক্যারিয়ার (ইডিএমসি) ৫৯৬১ জন, অন্যান্য ইডি কাম-ঝাড়ুদার ও নৈশপ্রহরী ১৩৪৭ জন। শতভাগ এ ভাতা বৃদ্ধির পূর্ব পর্যন্ত একজন এক্সট্রা ডিপার্টমেল্টাল এজেন্ট পোস্টমাস্টার (ইডিএসপিএম) মাস শেষে ১৬৫০ টাকা ভাতা পেতেন। এছাড়াও প্রতন্ত অঞ্চলের পোস্ট অফিসের কর্মচারীদের মধ্যে ইডিএ ১২৬০ টাকা, ইডিডিএ ১২৩০ টাকা, ইডিএমসি ১১৮০ টাকা এবং অন্যান্য ইডি কর্মচারী ১১৩০ টাকা মাসিক ভাতা উত্তোলন করতেন।
×