ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোক দিবসে পতাকা না তোলায় মাদ্রাসা অধ্যক্ষকে গণধোলাই

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ আগস্ট ২০১৬

শোক দিবসে পতাকা না তোলায় মাদ্রাসা অধ্যক্ষকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ আগস্ট ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার কারণে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদকে গণধোলাই দিয়েছে উত্তেজিত এলাকাবাসী। নিরাপত্তার জন্য পুলিশ তাকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সকালে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা দারুল হুদা সিনিয়র মাদ্রাসায়। সদর উপজেলার বেরইল পলিতা ইউপির চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী অভিযোগ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা কিন্তু ওই মাদ্রাসায় সকাল ১০টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ইউপি ভবনে শোক দিবসের অনুষ্ঠানে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি জেনে ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লাসহ অন্যরা মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষকে পতাকা উত্তোলনের কথা বললে তিনি জানান, ৪র্থ শ্রেণীর কর্মচারী আসেননি বলে পতাকা উত্তোলন করা হয়নি। এ সময় তাকে পতাকা তুলতে বললে তিনি বলেন, কর্মচারী আসেনি আমি নিজে অধ্যক্ষ হয়ে পতাকা তুলতে পারব না। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। উপস্থিতরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, বিলম্বে জাতীয় পতাকা উত্তোলনের কারণে হাতাহাতির ঘটনা ঘটেছে। মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়েছে।
×