ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবারও দ্রুততম মানব বোল্ট ॥ ১০০ মিটারে হ্যাটট্রিক জয়ের রেকর্ড

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ আগস্ট ২০১৬

আবারও দ্রুততম মানব বোল্ট ॥ ১০০ মিটারে হ্যাটট্রিক জয়ের রেকর্ড

কোন জল্পনা-কল্পনাই তাকে দমিয়ে রাখতে পারল না। বিশ্বের বড় দুটি শহর জয় করেছিলেন আগের দুই অলিম্পিকে। এবারও ব্রাজিলের রিও ডি জেনিরো শহরটাও জয় করলেন। ১০০ মিটার স্প্রিন্টে আবারও স্বর্ণপদক জিতলেন জ্যামাইকার গতিদানব উসাইন বোল্ট। অলিম্পিকের ১০০ মিটারে হ্যাটট্রিক করলেন ৯.৮১ সেকেন্ড টাইমিং নিয়ে স্বর্ণপদক জিতে। অন্যতম প্রতিপক্ষ মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন এবারও ব্যর্থ হলেন বোল্টকে ছুঁতে। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে তিনি রৌপ্য জিতেছেন। মাত্র ১০ সেকেন্ডের ইভেন্ট, কিন্তু এর মধ্যেই ইতিহাসের উত্থান-পতন যেমন আছে তেমনি আছে সবচেয়ে বেশি স্নায়ুচাপ, উত্তেজনা, আনন্দ-বেদনার সমস্ত উপলক্ষ। রিও অলিম্পিক পার্কে উপস্থিত ৫৭ হাজার দর্শক দমও ফেলেননি দশটা সেকেন্ড। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সমাপ্তি ঘটেছে ‘বিদ্যুত’ বোল্টের আবারও বিশ্বের দ্রুততম মানব হিসেবে খেতাব অক্ষুণœ রাখার মধ্য দিয়ে। টানা তিনবার অলিম্পিকের ১০০ মিটারে স্বর্ণ জিতে ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন বোল্ট। এবার বাকি দুই ইভেন্ট- ২০০ মিটার ও দলগত ১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে ‘অমরত্ব’ লাভ এবং ‘ট্রিপল-ট্রিপলের’ লক্ষ্য পূরণের দিকেই তার নজর। অনেকেই অনেক কিছু বলছিলেন। কারণ এবার বোল্ট ঠিকভাবে প্রস্তুতি নিতে পারেননি। জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে সেমিফাইনাল থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন হ্যামস্ট্রিংয়ের মারাত্মক ইনজুরিতে পড়ে। অথচ অন্যতম প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন ঠিকই দুর্দান্ত ফর্মে থেকে বোল্টের আধিপত্য খর্বের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন। এবার হয়তো পতনই ঘটবে বোল্ট সাম্রাজ্যের! কিন্তু আসল লড়াই অন্যরকম। সেটা গত বছর বেজিংয়ে হওয়া বিশ্ব আসরে ঠিকই টের পেয়েছিলেন গ্যাটলিন। তিনি অলিম্পিকের বেশ আগেই বলেছিলেন, ‘ইনজুরি কোন সমস্যা না উসাইনের জন্য। তিনি অবশ্যই ট্র্যাকে থাকবেন।’ মাত্র দুই সপ্তাহ আগে ইনজুরি থেকে ফিরে লন্ডন ডায়মন্ড লীগে দুর্দান্ত টাইমিংয়ে ২০০ মিটার স্প্রিন্ট জিতে সেই প্রমাণ দিয়েছিলেন জ্যামাইকান গতিদানব। ৯.৫৮ সেকেন্ড টাইমিংয়ের বিশ্বরেকর্ডধারী বোল্ট ইতোমধ্যেই সর্বকালের সেরা গতিধর মানব হিসেবে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন। এবার রিও অলিম্পিকে মূল লড়াইয়ে নামার আগেই ঘোষণা দিয়েছিলেন, ‘আমার লক্ষ্য ট্রিপল-ট্রিপল জয়। সবাই বারবার জিততে চায়, আমি চাই রেকর্ড গড়তে।’ রিও অলিম্পিকে বোল্ট অবশ্য রেকর্ড গড়তে পারেনি। কিন্তু গত দুই অলিম্পিকেরই পুনরাবৃত্তি দেখেছে রিওবাসী এবং টিভি স্ক্রিনে নজর রাখা বিশ্ববাসী। আবারও সবাইকে ছাড়িয়ে বোল্ট। বেজিং বিশ্ব আসরে চরম প্রতিপক্ষ গ্যাটলিন মাত্র ০.০১ সেকেন্ড পিছিয়ে থেকে আফসোস করেছিলেন। এবার তিনি পিছিয়ে থাকলেন ০.০৮ সেকেন্ড। বোল্ট শেষ করলেন ৯.৮১ সেকেন্ডে আর গ্যাটলিন ৯.৮৯ সেকেন্ড টাইমিংয়ে জিতলেন রৌপ্য। ২০০৮ সালে বেজিং এবং ২০১২ সালে লন্ডন জয়ের পর এবার রিও জয় করলেন সর্বকালের সবচেয়ে গতিধর মানব বোল্ট। প্রমাণ করলেন তিনিই বিশ্বসেরা। জ্যামাইকান এ স্প্রিন্টারের লক্ষ্য এবার ‘অলিম্পিক অমরত্ব লাভ!’ তিনি কি পাবেন এই ‘অমরত্ব?’ তিনি নিজে বলছেন ২০০ মিটার ও ১০০ মিটার রিলে ইভেন্টে জিততে পারলেই সেটা সম্ভব হবে। কারণ এর আগে ইতিহাসে কেউ টানা তিন অলিম্পিকে ট্রেবল জিততে পারেননি। সেটা করার ক্ষেত্রে বোল্ট দারুণ আত্মবিশ্বাসী। জয়ের পর তিনি বলেন, ‘আমি বলেছিলাম না? আমিই জিতব। রেসটা দারুণ হয়েছে। আমি খুব জোরে দৌড়াইনি, তবে জিতেছি, এতেই আমি খুশি।’ তবে রিও অলিম্পিকের সময়সীমা নিয়ে বেশ অস্বস্তিতে আছেন তিনি। এ বিষয়ে বোল্ট বলেন, ‘সেমিফাইনাল ও ফাইনালের মাঝখানে সময়টা খুব অল্প। এত অল্প সময়ে আসলে আমরা অভ্যস্ত নই। আমি বিশ্রামটাও যথেষ্ট সময় ধরে নিতে পারিনি।’ কানাডার আন্দ্রে ডি গ্রাসি ব্যক্তিগত সেরা টাইমিং ৯.৯১ সেকেন্ডে শেষ করে জিতেছেন ব্রোঞ্জ।
×