ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুর নিয়ে ব্যস্ত নাজির মাহমুদ

প্রকাশিত: ০৪:১০, ১৬ আগস্ট ২০১৬

সুর নিয়ে ব্যস্ত নাজির মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ সময়ের মেধাবী সুরকার নাজির মাহমুদ। আগামী ঈদ উল আযহা উপলক্ষে বেশ কয়েকটি এ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে শিল্পী ফজলুর রহমান বাবুর ‘হীরামন পাখি’ শিরোনামের একক এ্যালবামের কাজ শেষ হয়েছে। এলবামে গান লিখেছেন রাজা জামান, শরীফ আল দ্বীন এবং নাজির মাহমুদ নিজে। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। এলবামটি সিএমভির ব্যানারে ঈদে বাজারে আসবে। শিল্পী বিশ্বাসের ‘তালা’ এ্যালবামটির টাইটেল সংসহ মোট চারটি গানের সুরারোপ করেছেন নাজির মাহমুদ। সঙ্গীত আয়োজনে ছিলেন মুশফিক লিটু। এ্যালবাামটি সিএমভির ব্যানারে বাজারে আসবে। এছাড়া সিএমভির ব্যানারে নাজির মাহমুদের একটি সলো এ্যালবামের কাজ চলছে। ইতোমধ্যে ‘আমি চাইলে রোদেলা দুপুর’ শিরোনামের গানসহ চারটি গানও রেকর্ড হয়েছে। পাশাপাশি কনার সঙ্গে একটি ডুয়েটেও গান করছেন। এর মাধ্যমে গায়ক হিসেবেও শ্রোতাদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন নাজির মাহমুদ। গীতিকার আহমেদ রিজভীর কথায় নাজির মাহমুদের সুরে সাউন্ডটেকের ব্যানারে বাজারে এফ এ সুমন ও ন্যান্সির কণ্ঠের ‘অনুভবে’ গানটি প্রশংসিত হয়েছে। আলোচিত শিল্পী ঐশীর একক এ্যালবামে টাইটেল গানসহ মোট চারটি গানের সুরারোপ করেছেন নাজির মাহমুদ। গানগুলো রচনা করেছেন প্রদীপ সাহা। সঙ্গীত পরিচালনায় ছিলেন মুশফিক লিটু ও চিরকুটের ইমন চৌধুরী। সব মিলিয়ে নাজির মাহমুদ ব্যস্ত সময় পার করছেন। নাজির মাহমুদের সুর করা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে মোহনা-আসিফের ‘প্রেমের নদী’ তপন চৌধুরী-মিতালী মুখার্জীর ‘এক সেকেন্ড ও অনেক সময় যদি থাকো দূরে’, আসিফ সাবার ‘পৃথিবী অনেক বড়’, ডলি শায়ন্তনীর ‘আমি কাঙ্গালিনী হইয়া’, ইমরানের ‘তোর মন খারাপের দেশে’, ন্যান্সির ‘চোখের আকাশ মনের আকাশ’, মমতাজের ‘কে বলে মাটির ঘরে বাত্তি জলে না’ প্রভৃতি। অডিও এ্যালবামেও নিয়মিত কাজ করছেন বেশ কিছু তারকা শিল্পীদের সঙ্গে। তার সুরে গান গেয়েছেন কণ্ঠশিল্পী আইয়ূব বাচ্চু, হাসান, মিতালী মুখার্জী, এ্যান্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, আসিফ, মনির খান, ডলি শায়ন্তনী, বাদশা বুলবুল, সাজু, সুমন বাপ্পীসহ দেশের বরেণ্য শিল্পীরা। এলবামের গানের পাশাপাশি তিনি চলচ্চিত্রের গান করছেন, নিয়মিত জিঙ্গেল তৈরি করছেন। এ পর্যন্ত প্রায় দুই হাজার জিঙ্গেলে তিনি কণ্ঠ দিয়েছেন। সুর করার ক্ষেত্রে নাজির মাহমুদ সবচেয়ে বেশি গুরুত্ব দেন গানের বাণীর দিকে।
×