ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্সেলের সাঁওতালী গান

প্রকাশিত: ০৪:০৯, ১৬ আগস্ট ২০১৬

মার্সেলের সাঁওতালী গান

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ৯আগষ্ট ঈগল মিউজিক প্রকাশ করেছে সঙ্গীত পরিচালক মার্সেলের ‘কালো জলে কুচলা তলে’ শিরোনামে একটি সাঁওতালী গান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনা করেছেন মার্সেল নিজেই। জিপি মিউজিক এ্যাপস ব্যবহারকারীরা গানটি শুনতে পাবেন জিপি মিউজিক প্ল্যাটফর্ম থেকে। গানটি প্রসঙ্গে মার্সেল বলেন- এটি আমার খুব পছন্দের একটি সাঁওতালী গান। সাঁওতালীদের গানের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এমন গানে গাওয়া জাতি জগতে বিরল। অধিকাংশ সাঁওতালী গান পশ্চিমবঙ্গে বহুল প্রচলিত। বাংলা ভাষায় রচিত সীমিত সংখ্যক সাঁওতালী গানের মধ্যে ‘কালো জলে কুচলা তলে’ গানটি অন্যতম। তিনি আরও বলেন আমি সঙ্গীতায়োজন ও গায়কীতে তাদের ঢংটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাঙালী তথা বিশ্ব আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। জানা গেছে আজ থেকে ঈগল মিউজিকের অফিসিয়াল ওয়েব সাইটে ও ড়ভভরপরধষ ণড়ঁঞঁনব ঈযধহহবষ এ গানটি শোনা যাবে।
×