ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জহির রায়হানের জন্মদিনে উদীচীর চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ০৪:০৯, ১৬ আগস্ট ২০১৬

জহির রায়হানের জন্মদিনে উদীচীর চলচ্চিত্র উৎসব

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় চলচ্চিত্রের অগ্রপথিক মুক্তিযোদ্ধা জহির রায়হানের ৮১তম জন্মবার্ষিকী ১৯ আগস্ট। কিংবদন্তি এ চলচ্চিত্রকারের প্রতি শ্রদ্ধা নিবেদনে এ দিনটিকে ঘিরে জহির রায়হান চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে উদীচী ঢাকা মহানগর সংসদ। এ উৎসবের সেøাগান ‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’। সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এদিন সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। এছাড়াও দিনব্যাপী এ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহ-সভাপতি শংকর সাওজাল, জহির রায়হানের ছেলে অনল রায়হান, অভিনেত্রী শমী কায়সার এবং ভারতের প্রখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ উৎসব। উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের নানা পর্যায় এবং ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা। থাকবে জহির রায়হানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে নানা আলোচনা। এছাড়া দেখানো হবে সারাদিনে বেশ কয়েকটি আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, সেন্টু রায় নির্মিত জহির রায়হানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘জহির রায়হান’, তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’ এবং কামার আহমেদ সাইমন নির্মিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শুনতে কি পাও’। দেখানো হবে ১৯৯৯ সালে যশোরে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে চালানো বোমা হামলা থেকে শুরু করে ২০০৫ সালে উদীচী নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে চালানো বোমা হামলার ঘটনা পর্যন্ত সংঘটিত বাংলাদেশের ইতিহাসের ন্যক্কারজনক বোমা হামলাগুলোর ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ক্ষতচিহ্ন’। এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে উদীচী কেন্দ্রীয় চারুকলা ও চলচ্চিত্র বিভাগ।
×