ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ঢাকা থেকে টুঙ্গিপাড়া সম্প্রীতি’ শীর্ষক শিল্পযাত্রা

প্রকাশিত: ০৪:০৮, ১৬ আগস্ট ২০১৬

‘ঢাকা থেকে টুঙ্গিপাড়া সম্প্রীতি’ শীর্ষক শিল্পযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘ঢাকা থেকে টুঙ্গিপাড়া’ সম্প্রীতির শিল্পযাত্রা করছে আজ মঙ্গল। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার কাল সকাল ৮টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে এ সম্প্রীতির শিল্পযাত্রা উদ্বোধন করবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন রামেন্দু মজুমদার। জাতির জনকের চেতনা ও প্রেরণায় নতুন শক্তি ও সাহসের শপথ নিয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধে সকলকে সচেতন করা ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে এ সম্প্রীতির শিল্পযাত্রা। ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গীতিআলেখ্য পরিবেশনার মধ্য দিয়ে এ শিল্পযাত্রা শুরু হবে। নাট্যজন কামাল বায়েজীদের নেতৃত্বে সারাদেশের দেড় শতাধিক নাট্য ও সংস্কৃতিজন এ শিল্পযাত্রায় অংশ নিচ্ছে। পথ বিরতিতে মাওয়া ফেরিঘাটে, কাওরাকান্দি ফেরিঘাটে, গোপালগঞ্জ শহরে এবং জাতির জনকের সমাধিস্থলে পরিবেশিত হবে মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশিত গীতিআলেখ্য মীর জাহিদ হাসানের পরিকল্পনা ও গ্রন্থনায় এবং কামরুল হাসান ফেরদৌস ও আমিনুল আশরাফের কোরিওগ্রাফিতে ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ এবং লোক নাট্যদল পরিবেশনা লিয়াকত আলী লাকী রচিত ও নির্দেশিত নাটক ‘মুজিব মানে মুক্তি’।
×