ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে ইতি ঘটছে রেল বাজেটের

প্রকাশিত: ০৪:০৮, ১৬ আগস্ট ২০১৬

ভারতে ইতি ঘটছে রেল বাজেটের

ভারতে ৯২ বছরের ইতিহাসের ইতি ঘটতে যাচ্ছে আগামী অর্থবছরে। এখন থেকে আর পৃথকভাবে সংসদে পেশ হবে না দেশটির রেল বাজেট। বাজেটটি জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় করে পেশ করা হবে। অর্থ মন্ত্রণালয়ে রেলমন্ত্রী সুরেশ প্রভুর প্রস্তাবের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় বলা হয়, ১৯২৪ সালে সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তারপর থেকে স্বতন্ত্রভাবেই সংসদে বাজেট পেশ করত রেল মন্ত্রণালয়। কিন্তু আগামী বছর থেকে আর তা হবে না। ফের সাধারণ বাজেটের সঙ্গেই জুড়ে যাবে রেল বাজেট। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজটের এই পরিবর্তনীয় কার্যবিধি তৈরিতে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়, যা ৩১ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ে পেশ করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার বৈশ্বিক মন্দার ঢেউ বিমান নির্মাতা প্রতিষ্ঠানেও বৈশ্বিক মন্দার মধ্যে বিমানের অর্ডার কিংবা বিক্রির পরিমাণ খুব একটা বাড়ছে না বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। অন্যদিকে জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিক্রি কিছুটা বাড়লেও সময়মতো ডেলিভারি দিতে না পারায় ক্রয় আদেশ কমছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের। প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিক্রি কমলেও বাড়ছে মধ্যপ্রাচ্য থেকে বিমানের অর্ডার। জ্বালানি সাশ্রয়ী বিমানের চাহিদা বাড়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। তাই বৈশ্বিক মন্দার মধ্যেও চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় পৌনে চার শ’ বিমান বিক্রি করেছে এয়ারবাস। এর মধ্য দিয়ে বিক্রির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছাকাছি চলে এসেছে এয়ারবাস। অন্যদিকে একই সময়ে বোয়িং বিক্রি করেছে ৩৮৩টি বিমান। আর গত বছরের একই সময়ের তুলনায় বিমান বিক্রি কমেছে ১৭ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×