ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে তেল ও গ্যাস রফতানি করবে ভারত

প্রকাশিত: ০৪:০৭, ১৬ আগস্ট ২০১৬

পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে তেল ও গ্যাস রফতানি করবে ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে তেল ও গ্যাস রফতানি করার পরিকল্পনা করছে ভারত। রবিবার ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের জানান, দুই দেশের সম্পর্ক মজবুত করতে এ পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ‘প্রধানমন্ত্রী উজ্জল যোজনা’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ধর্মেন্দ্র প্রধান এসব তথ্য জানিয়েছেন। ভারতের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অনলাইনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জ্বালানি সহযোগিতা বিষয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ওই ভারতীয় মন্ত্রী। তিনি বলেন, ভারতের পেট্রোলিয়াম এ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড এই পাইপলাইন তৈরির কাজ শুরু করেছে। পাইপলাইনটি পশ্চিমবঙ্গের কোনতাই থেকে শুরু হয়ে হলদিয়া, দত্তপুলিয়া হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করবে। সীমান্তের ওই এলাকা থেকে বাংলাদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, পাইপলাইনটি বাংলাদেশ পর্যন্ত নেয়ার ব্যাপারে আমরা দেশটির ‘বন্ধুদের’ সঙ্গে আলোচনা করেছি। এতে তারা সম্মতি জানিয়েছেন। এছাড়াও পাইপলাইনটি শিলিগুড়ি দিয়ে আবার ভারতের ভেতর সম্প্রসারণ করার ব্যাপারেও কথা হয়েছে। মন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা দিন দিন বাড়ছে। বাংলাদেশে সাম্প্রতিক সফরে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জ্বালানি মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত থেকে আমরা এখন দেশটিতে ডিজেল সরবরাহ শুরু করেছি। পরবর্তীতে প্রাকৃতিক গ্যাস রফতানি করার পরিকল্পনা রয়েছে। ধর্মেন্দ্র জানান, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আরেকটি পাইপলাইন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। বর্তমানে অসমের ওই রিফাইনারি থেকে বাংলাদেশে ডিজেল রফতানি করা হয়। তিনি বলেন, কিছুদিন পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে সফরের কথা রয়েছে। তবে তার আগে দেশটির বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভারত সফর করবেন। জাতীয় শোক দিবসে রিহ্যাবের দোয়া মাহফিল স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে সোমবার দুপুর ১টায় রিহ্যাবের প্রধান কার্যালয় প্রাঙ্গণে (১/জি ফ্রি স্কুল স্ট্রিট সোনারগাঁও, ঢাকা) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা এবং দোয়া মাহফিল শেষে ১২০০ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (১ম) লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (২য়) মোঃ আহ্কাম উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (এ্যাডমিন) প্রকৌশলী সরদার মোঃ আমিন, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক আসাদুর রহমান জোয়ার্দ্দার, প্রকৌশলী আল আমিন, নজরুল ইসলাম, শাকিল কামাল চৌধুরীসহ পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×