ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেনেডি বিমানবন্দরে গুলির শব্দ, আতঙ্ক

প্রকাশিত: ০৪:০৩, ১৬ আগস্ট ২০১৬

কেনেডি বিমানবন্দরে গুলির শব্দ, আতঙ্ক

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর (বাংলাদেশ সময় সোমবার ভোর) বহির্গমন পথের ৮ নম্বর টার্মিনালেন কাছ থেকে পরপর কয়েকটি গুলির মতো শব্দ শোনা যাওয়ার কথা জানার পর সেখান থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এক আইন প্রয়োগকারী কর্মকর্তা এ কথা জানান। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তি তাদের জানায়, তারা গুলির শব্দ শুনতে পেয়েছেন। পুলিশ তৎক্ষণাত ব্যবস্থা নিয়ে বিমানবন্দরের প্রতিটি তলা থেকে লোকজনকে সরিয়ে নেয়। তবে সেখানে তারা এমন কোনকিছুই খুঁজে পায়নি। টার্মিনালের অভ্যন্তরে কড়া নজর রাখা ভিডিওতে কোন ধরনের গুলির শব্দ পাওয়া যায়নি। এয়ারপোর্ট অথরিটি অব নিউইয়র্ক এ্যান্ড নিউজার্সির মুখপাত্র জো পেনতানজেলো জানান, গুলির মতো শব্দ শোনা যাওয়ার কথা জানার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর খালি করে ফেলা হয়েছে। যদিও কেউ আহত বা গ্রেফতার হয়নি। -সিএনএন ইদলিবে বাসে আত্মঘাতী হামলা, ২৫ বিদ্রোহী নিহত সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। রবিবার রাতে তুরস্ক সীমান্তবর্তী আটমেহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাসটি সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের বহন করছিল। খবর ইয়াহু নিউজের। তুরস্কের সিএনএন তুর্কি টেলিভিশন স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তুর্কি সীমান্ত ক্রসিংয়ের কাছে আটমেহ শরণার্থী শিবিরের প্রবেশপথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। হামলার পরপর ঘটনাস্থলে বেশ কয়েকটি এ্যাম্বুলেন্স পাঠিয়েছে তুরস্ক।
×